ভাইরাল খবর
মিলিয়ন ডলার চুরি করতে গিয়ে আটক হলেন স্মাইল হ্যাকার!
হামজা বেন্দেলাজ আলজেরিয়ার টিজি ওযুতে ১৯৮৮ সালের জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। হামজা বেন্দেলাজ আইনিভাবে একজন আলজেরিয়ার কম্পিউটার হ্যাকার ও সাইবার অপরাধী

বেঙ্গল এক্সপ্রেস: “হামজা বেনদেলাজ” (Hamza Bendelladj) নামটা কেমন জানা জানা লাগছে না, হ্যাঁ হয়তো নামটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না। চলুন আমরাই জানিয়ে দিচ্ছি। হামজা বেনদেলাজ (Hamza Bendelladj) আলজেরিয়ার টিজি ওযুতে ১৯৮৮ সালের জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। হামজা বেন্দেলাজ আইনিভাবে একজন আলজেরিয়ার কম্পিউটার হ্যাকার ও সাইবার অপরাধী। তাকে বি এক্স ওয়ান ( BX1) নামে ও চিহ্নিত করা হয়।
হামজা ২০০ এর মত ব্যাংক একাউন্ট থেকে হ্যাক করে টাকা তুলে নেন। হামজা বেনদেলাজ (Hamza Bendelladj) এবং রুশ কোডফেন্ডেটকে স্পাই আই কম্পিউটার ভাইরাস এর সাহায্যে আমেরিকান একাউন্ট থেকে কয়েক মিলিয়ন ডলার তিনি বের করে নেন। যদিও তিনি কোন গরীব অ্যাকাউন্ট হোল্ডারের বই থেকে টাকা তোলেননি। তিনি বড় বড় ব্যবসায়ী এবং অবৈধ কিছু টাকা চুরি করেছিলেন।
আরও পড়ুন – মিজোরামে মৃত মালদার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে আসছেন রাজ্যপাল
তখন থেকেই আমেরিকার সরকার হামজা কে গ্রেফতার করবার জন্য খুঁজছিলেন। কিন্তু তাকে কোথাও পাননি। একদিন হঠাৎ হামজা একজন আন্ডারকভার এজেন্ট এর কাছে তার স্পাই আই ভাইরাসের একটি ডিভাইস বিক্রি করার সময় প্রথম নজরে আসে আমেরিকার সরকারের। পর তাকে প্রথম 2013 সালে থাইল্যান্ডের বিমানবন্দর থেকে আটক করা হয়। তুমি সব থেকে আশ্চর্যজনক কথা হচ্ছে যে, হামজা বেনদেলাজ (Hamza Bendelladj) বা ( BX1) এর টাকা হ্যাক করে চুরি করেছিল সেই টাকা সব গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দেয়।
আরও পড়ুন – মহিলাদের যোনি থেকে রক্তপাত – এর লক্ষণ, কারণ এবং তার সঠিক চিকিৎসা
যখন তাকে আটক করা হয়েছিল এখন তার মুখে কোন ধরনের গিলটি বা অপরাধবোধ ফুটে ওঠেনি। হাসতে হাসতে সবার সামনে দিয়ে চলে গিয়েছিল। এবং আদালতের সে একইভাবে হাসতে হাসতে জজকে উত্তরে বলেন সে কোন ভুল করেনি। তার এই হাসিমুখের কারণে তাকে আরেকটি নাম দেওয়া হয় স্মাইল হ্যাকার বলে। পরবর্তীতে তাকে বেশ কয়েকদিন জেলে আটক করে রাখা হয়। এখন তার কি অবস্থা সে আদৌ জেলে রয়েছে কিনা রেহাই পেয়ে গিয়েছে সে বিষয় নিয়ে কোন কথা উঠেনি।