বিদেশের খবর
Chef CZN Burak মামলা করলেন তার বাবার বিরুদ্ধে?
এজেন্সির নাম করে তার বাবা হাসান বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করেন

বেঙ্গল এক্সপ্রেস: জনপ্রিয় সেফ সি জেড এন বুরাক ( chef CZN burak) সে তার নিজ বাবার বিরুদ্ধে এনেছেন প্রতারণার অভিযোগ। একটি নিউজ পোর্টাল এর মাধ্যমে জানা গিয়েছে যে সেফ বুরাকের বাবা হাসান অসদিমির মিলিয়ন টাকার ছেরখানি করেছেন।
আসল কাহিনী টি হল যে, শেফ বুরাক এর এন্টারটেইনমেন্ট এজেন্সি রয়েছে যেই এজেন্সি বুরাকের পুরো স্ক্রিপ্ট ও ভিডিও পোস্ট যাবতীয় কাজ করে সেই এজেন্সির নাম করে তার বাবা হাসান বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করেন। ১০ মিলিয়ন এবং তারও বেশি যেই বিষয় সম্পর্কে বুরাক জানতো না।
আরও পড়ুন-এখন আর পেট্রোল না, চলবে ইলেকট্রিক এর গাড়ি সব জায়গায়!
আর এই ফান্ডের টাকা দিয়ে বুরাকের বাবার luxurious লাইফ কাটাতে চেয়েছিল। যার ফলস্বরূপ বুরাক তার বাবার বিরুদ্ধে মামলা করেন। তাছাড়াও বুরাক এবং তার বাবার সম্পর্ক বেশ অনেক সময় ধরে খারাপ ছিল। আর এই সম্পর্ক খারাপ হওয়ার কারণ ছিল যে বুরাক এর একটি ফেমাস রেস্টুরেন্ট এর কিছু পার্সেন্ট শেয়ার বুরাক কে না জানিয়ে বিক্রি করে দেন।