বাংলার খবর
পার্কসার্কাস কাণ্ডে নিহত রিমার মায়ের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর, দিলেন পাশে থাকার আশ্বাস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পার্ক সার্কাসে গুলিকাণ্ডে নিহত ২৮ বছর বয়সী রিমা সিঙের শোকার্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রিমার মা মীরা সিঙের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেন। তাঁকে সমবেদনা জানানোর পাশাপাশি রিমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রিমার ছোট ভাই নাগেশকে রাজ্য পুলিশের হোমগার্ডে চাকরি এবং রিমার বাবা অরুণ সিংকে একটি দোকান করে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন রিমার মা। পাশাপাশি, রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা নগদ এদিন তুলে দেওয়া হয় নিহত রিমার পরিবারের হাতে। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে রিমার মা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও রিমার হাওড়ার দাশনগরের ১৩৩ নম্বর ফকির মিস্ত্রি বাগানের বাড়িতে যান। এবং কথা বলেন রিমার পরিবারের সঙ্গে। তারপর অরূপ রায় জানান, ‘মুখ্যমন্ত্রী টেলিফোনে কথা বলে রিমার পরিবারের পাশে থাকার সবরকম আশ্বাস দিয়েছেন। চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি আর্থিক সাহায্য করা হয়েছে পরিবারকে। রিমার পরিবারের পাশে সরকার রয়েছে। আমরা রয়েছি। যেকোনও প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সবসময় পরিবারের পাশে থাকব। এই ঘটনা খুবই দুঃখের।’ যে পুলিশকর্মী পার্ক সার্কাসে ওই ঘটনা ঘটিয়েছেন, তাঁর মস্তিষ্ক বিকৃতির জন্যই এমন কান্ড ঘটেছে বলেই জানিয়েছেন মন্ত্রী। এদিন অরূপ রায়ের পাশাপাশি কলকাতা পুলিশের আধিকারিক এবং দাশনগর থানার পুলিশও পরিবারের সঙ্গে দেখা করেন।
এদিকে, শনিবারই এনআরএস হাসপাতালে রিমা ও আত্মঘাতী পুলিশকর্মীর দেহের ময়নাতদন্ত করা হয়। ময়না তদন্তের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন রিমার বাবা অরুণ সিং। তারপরই নিহত দু’জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর বিকালে শিবপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় রিমার। উল্লেখ্য, শুক্রবার দুপুর ২.৩০ নাগাদ পার্কসার্কাসের লোয়ার রেঞ্জ রোড দিয়ে বাইকে করে যাচ্ছিলেন পেশায় ফিজিওথেরাপিস্ট রিমা। সেই সময় বাংলাদেশ হাইকমিশনের আউটপোস্টে কর্মরত পুলিশকর্মী চোডুপ লেপচা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তখনই একটি গুলি গিয়ে লাগে রিমার শরীরে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।