বাংলার খবর
হুগলির একাধিক স্কুলে উচ্চমাধ্যমিকের ফল নিয়ে অসন্তোষ, খতিয়ে দেখার আশ্বাস সংসদ চেয়ারম্যানের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবারই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে। তারপরই ফলাফলে বিভ্রাটের অভিযোগ উঠল। উচ্চমাধ্যমিক সংসদের ওয়েবসাইটে যে ফলাফল আপলোড করা হয়েছে সেখানে একাধিক ছাত্রীর ফলাফলের পাশে ‘অকৃতকার্য’ লেখা রয়েছে।সহজ বাংলায় বললে ফেল করেছে তারা। আর সেই নিয়েই উত্তেজনা ছড়িয়েছে হুখলির চুঁচুড়া বালিকা শিক্ষামন্দির উচ্চ বিদ্যালয়ে।
এই স্কুলের প্রায় ৩০ থেকে ৪০ জন ছাত্রীর ফলাফল আসেনি বলেই অভিযোগ। ছাত্রী থেকে অভিভাবকদের অভিযোগ, সকলের একসঙ্গে এই ধরনের ফলাফল আসতে পারে না। তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ এবিষয়ে ব্যবস্থা নিক। তবে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ‘বেশ কিছু ছাত্রী আমাদের কাছে এসেছে। আমরা বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। অনলাইনে এই ফলাফল আসার ফলেই এই দুর্ভোগে পড়েছে ছাত্রীরা।’
শুধু এই স্কুলেই নয়, হুগলির আরও বেশ কয়েকটি স্কুলেও এই একই অভিযোগ উঠেছে।এ বিষয়ে উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘সংসদে এখনও কোনও ভুল ধরা পড়েনি। যে সমস্ত শিক্ষার্থী ফেল করেছে তাদের এই ধরনের ফলাফল দেখাচ্ছে। তবে সোম ও মঙ্গলবারের মধ্যেই মেলে রেজাল্টের কপি পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। তখনই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তাদের কাছেও। যদি তারপরও কোনও সমস্যা হলে অবশ্যই বিবেচনা করে দেখা হবে।’