দেশের খবর
আবারো নোট বন্দি, জানেন কোন কোন নোট বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

বেঙ্গল এক্সপ্রেস: গত শুক্রবার অর্থাৎ ১৯-৫-২০২৩ এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি জারি করেন । যেখানে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। আর এই সিদ্ধান্তটি জনসাধারণের কাছে পৌঁছাতে টাইম নেয়নি বেশি। সাধারণ মানুষের কাছে এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের মনে পড়ে যায় সাড়ে ছ বছর আগেকার ঘটনা।
২০১৬ সালের ৮ ই নভেম্বর ঠিক এভাবেই ৫০১ হাজার টাকার নোট বাতিল করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছ বছর আগের ঘটনায় মানুষ সামাল দিয়ে উঠতে পারেনি এখনো। আবার আরেক নোট বন্দির কাহিনী। আগেকার ৫০০-১ হাজার টাকার নোটের পরিবর্তে ভারতে নিয়ে এসেছিল ২০০০ টাকার নোট। এখন যেন সেটাও তুলে নিতে চাইছে রিজার ব্যাংক। তবে এই দু হাজার টাকার নোট নিয়ে অনেক কাহিনী হয়ে গিয়েছে। ২০১৬ সালে ২০০০ টাকার নোট বাজারে আনলেও ২০১৯ সালের মধ্যেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন- “আসো গো, চলো গো, খাওয়াদাওয়া করব গো!” – বর ও বউয়ের খুনসুটি ভাইরাল
২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মুখ্য আর্থিক উপদেষ্টার পদে ছিলেন কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম । কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম, তার মতে বলেন যে, আর বি আই এর নেওয়া এই সিদ্ধান্তে কোন রকমের ভুল নেই বরং এই ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ফলে লাভ হয় হবে সেই লাভের কারণও জানালেন কৃষ্ণমূর্তি। কৃষ্ণমূর্তি বলেন এন ফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ই ডি যে সমস্ত জায়গা গুলিতে অভিযান চালিয়েছেন আর সেখানে যত ধরনের বেআইনি ব্ল্যাকমানি উদ্ধার হয়েছে তার মধ্যে বেশিরভাগ ২০০০ টাকার নোট। তিনি আরো জানান যে ২০ থেকে ৮০ শতাংশ হিসেবে একটি নিয়ম অনুযায়ী 2000 টাকার নোটের ব্যবহার বিভাজনা করেছেন কৃষ্ণমূর্তি।
তিনি বলেন যে, বাজারে ২০০০ টাকার নোটের যে পরিমাণ মোট অর্থমূল্য রয়েছে তার মাত্র ২০ শতাংশ আইনিভাবে লেনদেন করা হয়েছে আর বাকি ৮০ শতাংশই বেআইনিভাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি ২০০০ টাকার নোটগুলি তুলে নেওয়া হয় তাহলে হয়তো দেশের দুর্নীতি অনেকটাই কমবে, বলে জানিয়েছেন কৃষ্ণমূর্তি। সাধারণ মানুষের বিশেষ অসুবিধা হবে না বলো দাবি করেছেন তিনি। আগামী সেপ্টেম্বরের মাসের মধ্যেই ২০০০ টাকার সমস্ত নোট তুলে নেয়া হবে। আর এতে সাধারণ মানুষের তেমন অসুবিধা হবে না কারণ দু হাজার টাকার নোট সাধারণ মানুষ ব্যবহার করলেও সে সংখ্যা তেমন বেশি নয়।