বিনোদন
বাগদান হতে না হতেই এক নতুন ঝামেলায় পরিণতি ও রাঘব

বেঙ্গল এক্সপ্রেস: বলিউডে এখন যেন বিয়ের মরশুম। ভিরাট ও অনুস্কার পর দীপিকা-রনবীর সিং পরপর এক এক করে সবারই যেন বিয়ের ফুল ফুটেছে । তেমনি আরেক বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া। তারও যেন এবার ফুল ফুটেই গেল। অন্যান্য অভিনেত্রীরা যেরকম বলিউডের হ্যান্ডসাম নায়কদেরই বিয়ে করেছেন, পরিনীতি কিন্তু তা করেননি।
বরং তিনি রাজনীতিবিদ আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। ১৩-মে শনিবার পরিণীতি বাগদান সেরেছেন রাঘব চাড্ডার সঙ্গে।একদিকে যেমন মুম্বাইয়ের বান্দ্রার পরিণীতির বাড়ি সেজে উঠেছিল, অপরদিকে দিল্লির রাঘবের কপুরথালা হাউস ও কিন্তু কোন অংশে কম যায়নি। ফুল লাইটিং এর সবকিছু দিয়ে একেবারে জাকজমকভাবে সেজে উঠেছিল দুই পরিবারের মধ্যে। এনগেজমেন্ট এর ছবি প্রকাশ্যে আসতে না আসতে পরিণীতির ও রাঘবের ভক্তরা যেন আনন্দের দিশেহারা হয়ে গিয়েছ।
আরও পড়ুন- আবারো নোট বন্দি, জানেন কোন কোন নোট বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
তবে কিছু কিছু অনুগামীরা রয়েছে যারা বিষয়টাকে একটু বেশি করে তলিয়ে দেখছেন। রাঘব চাড্ডার মোট সম্পত্তি প্রায় ৫০ লক্ষ টাকা। অপরদিকে পরিনিতি চোপড়ার ৮০ কোটি টাকার সম্পত্তি। পরিনিতির কাছে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি। যার দাম প্রায় ৭৫ লক্ষ থেকে ৮০ লক্ষ টাকার মধ্যে। অপরদিকে রাঘব চাড্ডার কাছে এক লাখ টাকা দামের একটা গাড়ি। ভালো করে হিসাব করলে দেখা যায় যে রাঘব চাড্ডার এর চেয়ে পরিনিতি চোপড়া, ফাইনেন্সিয়াল দিক দিয়ে একটু বেশি স্টেবল। তারপরও নায়িকার জন্য কোন কিছুতে যায় আসে না। নায়িকা সবাইকে বুঝিয়ে দিলেন যে, ভালবাসার কাছে টাকা ও পয়সা সামান্য মাত্র।