দেশের খবর
আবার ১০০০ টাকার নোট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া করতে কি চাইছে

বেঙ্গল এক্সপ্রেস: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আর বি আই) এর সিদ্ধান্তে বাজার থেকে সমস্ত দু হাজার টাকার নোট তুলে না হচ্ছে দুই হাজার টাকার নোট তুলে নেওয়ার শেষ তারিখ হল সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ অবধি। এরই মধ্যে সরকার বৃহস্পতিবার ভারতীয় মুদ্রা সংক্রান্ত একটি ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সংসদ ভবন উদ্বোধনে উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু করা হবে ভারতবর্ষে। ৭৫ টাকার মুদ্রার ৪৪ মিলিমিটার ব্যাস যুক্ত অশোক স্তম্ভের চিহ্ন থাকবে আর সেই অশোক স্তম্ভের নিচে লেখা থাকবে সত্যমেব জয়তে। এছাড়াও সেই মুদ্রার অশোকস্তম্ভের বাঁদিকে দেবানগরী লিপিতে ভারত এবং ডানদিকে ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে। সে মুদ্রার রং হবে সিলভার ।
আরও পড়ুন- পটলের খোসা বাটা একঘেয়ে রান্নার সাদ বদলাতে বানিয়ে ফেলুন খুব সহজ পদ্ধতিতে
নতুন টাকাও বাজারে নামতে চলেছে যেমন, ১০০০ টাকার নোট বন্ধ হয়ে গেলেও পুনরায় তা চালু করবেন সরকার। ১০০০ টাকার নোট সবুজ কালারের হবে বলে জানিয়েছেন কেন্দ্রিয় অর্থমন্ত্রী। তারপরে রয়েছে 200 টাকার একটি মুদ্রা, যেটি সিলভার । আরও একটি মুদ্রা বের করবেন সরকার যেটি হবে ১২৫ এর মুদ্রা সেটিরও রং সিল্ভার। এবং আরেকটি নোট যেটা ৩৫০ টাকার হবে এই নোটের রং লাল ।