বিনোদন
“আসো গো, চলো গো, খাওয়াদাওয়া করব গো!” – বর ও বউয়ের খুনসুটি ভাইরাল

বেঙ্গল এক্সপ্রেসঃ বাঙ্গালির বিয়ে মানে এক আলাদাই ব্যেপার। বাঙালি বিয়ের মধ্যে সব থেকে বেশি মাইনে রাখে তা হল লগ্ন। লগ্ন মেনেই বর ও কনের বিয়ে সম্পন্ন হয়। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা মানুষের মনে এক অন্যরকম এর জায়গা তৈরি করে নিয়েছে। একদিকে বিষয়টা যেমন মজাদার ছিল তেমনি অনেকটা রোমান্টিক ও ছিল।
লগ্ন অনুযায়ী বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল। সারাদিন উপোষকরেছিল বর ও কনে কিন্তু এতক্ষণ আর সইতে না পেরে সবার সামনে বলে দিল যে তার অনেক খিদে পেয়েছে। বরকে ছেড়েছে যেত রাজি নয়। বর যেন মানতে নারাজ। বউ বললেন “বহুত জোরে খিদে পেয়েছে” তার উত্তরে বর বললেন- “এত রাত হয়ে গিয়েছে, এখন খেলে পরে এমনি আর খিদে পাবে না।
আরও পড়ুন- বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মত চিকেন-কাজুবাদামের সালাদ
তারপর আর তো খেতে দিলেও খেতে পারব না”। আর এই কথা শুনে তার স্ত্রী বলল- “চল অন্তত হরলিক্স তো খাই”, তাতে বর বলে ওঠেন ভালো করে যেতে বল। না হলে যাব না। আর তখনই কনে মজাদার সুরে বরের হাত ধরে টানতে টানতে বলল- “আসো গো”, “চলো গো”, “খাওয়া দাওয়া করব গো”।
ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুন- https://www.instagram.com/reel/CsG1Ydbg7di/?utm_source=ig_web_button_share_sheet