'সেফ ড্রাইভ সেভ লাইফ', জনসচেতনা বাড়াতে অভিনব উদ্যোগ জেলা পুলিশের
Connect with us

বাংলার খবর

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, জনসচেতনা বাড়াতে অভিনব উদ্যোগ জেলা পুলিশের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পথ দুর্ঘটনা ও অপরাধ মূলক কাজ রুখতে আরও বেশি সক্রিয় সোনামুখী পাত্রসায়র ও ইন্দাস পুলিশ প্রশাসন।

বাঁকুড়া জেলা পুলিশ ধারাবাহিকভাবে “সেফ ড্রাইভ সেভ লাইফ ” নিয়ে প্রচার চালাচ্ছে। কিন্তু তারপরেও একশ্রেণীর সবজান্তা সাধারন মানুষ কোনও মতেই সচেতন হচ্ছেন না। যার কারণে ঘটছে প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা।

সে কারণেই এবার পথদুর্ঘটনা রুখতে এবং অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে আরও বেশি সক্রিয় হল বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। বাঁকুড়া জেলা পুলিশের নির্দেশে সোনামুখী থানার আইসি সূর্য দীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে সোনামুখীর নাইফেলা এলাকায় মঙ্গলবার সোনামুখী পুলিশ প্রশাসন সমস্ত ধরনের যানবাহনের উপর কড়া নজরদারি চালালেন।

Advertisement

আরও পড়ুন: জঙ্গলমহলে উইনার্স টিম গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

যে সমস্ত সাধারণ মানুষরা দু চাকা চার চাকা ও পণ্যবাহী গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাঁদের বৈধ কাগজপত্র রয়েছে কি না ড্রাইভারি লাইসেন্স রয়েছে কি না প্রত্যেকেই সিট বেল্ট ব্যবহার করছেন কি না, পাশাপাশি বাইক আরোহীরা হেলমেট পড়ে গাড়ি চালাচ্ছেন কিনা তার ওপর নজর দেওয়া হয় । কোথাও কোনও গাফিলতি থাকলে তাঁদেরকে সতর্ক করা হচ্ছে এবং সরকারি নিয়ম অনুযায়ী ফাইন করা হচ্ছে।

পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। এর ফলে সচেতন হবেন সাধারণ মানুষ ফলে কমবে পথদুর্ঘটনা ও অপরাধমূলক কাজকর্ম। এছাড়াও পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পাল ও ইন্দাস থানার ওসির নেতৃত্বে একই কর্মসূচি পালন করা হয়। 

Advertisement

আরও পড়ুন: সুলতান কুতুবউদ্দিন আইবক নয়, কুতুব মিনার বানিয়েছিলেন রাজা বিক্রামাদিত্য, প্রাক্তন ASI-এর মন্তব্যে শোরগোল

আশরাফুল শেখ নামে এক ব্যক্তি জানান , পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এর ফলে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হবেন ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.