বাংলার খবর
জঙ্গলমহলে উইনার্স টিম গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত একমাসে জঙ্গলমহলে মাওবাদী গতিবিধি বাড়ছে বলে গোয়েন্দা দফতর জানিয়েছে। বিভিন্ন এলাকাতেও কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়েও। তদন্তে নেমে জেলা পুলিশ ৩ সিভিক ভলেন্টিয়ার সহ এক দম্পতিকে গ্রেফতার করে।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফরের আগেই ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হয়। এই ঘটনার পরেই বুধবার ঝাড়গ্রাম জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকে মাওবাদীদের গতিবিধি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মাওবাদীদের গতিবিধি রুখতে জঙ্গলমহলে উইনার্স টিম গঠনের নির্দেশ দিয়েছেন।
এদিকে, কর্মিসভায় ফের একবার বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘”কেন্দ্র মানুষের পকেট লুট করছে, আর প্রতিবাদ করলেই হিন্দু–মুসলিম দাঙ্গা বাধিয়ে দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভা শেষে ফেরার পথে দুর্ঘটনা, আশঙ্কাজনক তৃণমূলের পৌরপ্রধান সহ ২
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমতো আক্রমণাত্মক ভাষায় তিনি বলেন, ”গ্যাসের দামের ঢেউ উঠছে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। একটা করে ঢেউ আসছে আর দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। লুট, লুট, লুট হচ্ছে।”
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভা শেষে ফেরার পথে দুর্ঘটনা, আশঙ্কাজনক তৃণমূলের পৌরপ্রধান সহ ২
ওষুধের দাম বৃদ্ধি নিয়েও মোদি সরকারকে তুমুল আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস। প্রায় সব মানুষ সুগার, প্রেশারের ওষুধ খান, তার দাম বাড়িয়ে দেওয়া হল। এই সরকার আসলে মানুষ মারার সরকার।” কর্মিসভা থেকে এদিন ফের দিল্লি জয়ের হুঙ্কার ছাড়েন মমতা। পশ্চিম মেদিনীপুরকে ঢেলে সাজানোর জন্য একাধিক আশ্বাসও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।