বাংলার খবর
জেলায় সাইবার ক্রাইম রুখতে ‘গজার’ উপরই ভরসা রাখছেন পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বারবার সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও কিছুতেই ঠেকানো যাচ্ছে না সাইবার ক্রাইমের মতো গুরুত্বর অপরাধের ঘটনা। এবার জেলায় সাইবার ক্রাইম ঠেকাতে সংযোগ প্রকল্পের মাধ্যমে দরজায় কড়া নাড়বে সচেতনতার বার্তা নিয়ে ‘গজা’, রুখবে সাইবার প্রতারণতা, শনিবার এই “গজা” ম্যাসকটের উদ্বোধন করে বাঁকুড়া জেলা পুলিশ।
বর্তমান সমাজের জ্বলন্ত সমস্যা সাইবার অপরাধ (Cyber Crime), বাঁকুড়া (Bankura) জেলাতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের ঘটনা। সাম্প্রতিক কালে ‘সিম কান্ড’ সহ একাধিক হাড় হিম করা সাইবার অপরাধের মতো ঘটনা সামনে এসেছে বাঁকুড়া জেলায়। এবার সেই অপরাধ মোকাবিলায় নামতে চলেছে ছোট্ট ‘গজা’। বাঁকুড়া জেলাকে সাইবার অপরাধ মুক্ত করতে সক্ষম হবে ক্ষুদে ‘গজা’, এমনটাই আশাবাদী বাঁকুড়া জেলা পুলিশ।
এই উপলক্ষ্যে বাঁকুড়া জেলা পুলিশের (Pollice) উদ্যোগে খাতড়া গুরুসদয় মঞ্চে এক কর্মশালার আয়োজন করা হয়। এদিন শিক্ষা,স্বাস্থ্য ও ব্যবসায়ী ক্ষেত্রের শতাধিক সদস্যরা সহ শতাধিক কলেজ ছাত্র-ছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা ও গনেশ বিশ্বাস সহ সাইবার সেলের একাধিক পুলিশ অফিসার এবং রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু এবং বিধায়ক অরূপ চক্রবর্তী সহ জেলার বিশিষ্ট সমাজসেবী দিব্যেন্দু সিংহ মহাপাত্র।
আরও পড়ুন: বালুরঘাটের সেন ও পাল যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষনে বিশেষ উদ্যোগ রাজ্যের
বাঁকুড়ায় সম্প্রতি বেশ কয়েকটি বড়সড় সাইবার অপরাধের ঘটনা সামনে আসে। জামতাড়া গ্যাঙের মতো সারা দেশের ভয়ঙ্কর সাইবার অপরাধীদের সঙ্গে বাঁকুড়ার ই-ওয়ালেট কারবারীদের যোগাযোগের সূত্র পান তদন্তকারীরা। উদ্ধার হয় হাজার হাজার সিম কার্ড, ভার্চুয়াল ই-ওয়ালেট। আবার সম্প্রতি বড়জোড়ায় সিম বক্স কান্ডের কিনারা করে বাঁকুড়া জেলা পুলিশ। দেখা গেছে অধিকাংশ সাইবার অপরাধের ক্ষেত্রে টার্গেট যেমন শিশু, কিশোর অথবা তরুণ প্রজন্ম তেমন রয়েছেন বয়স্ক ব্যাক্তিরাও। তদন্তকারীদের ধারণা অধিকাংশ ক্ষেত্রেই সচেতনতার অভাবে ঘটে থাকে এমন অপরাধের ঘটনা।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু নববধূর
সচেতনতা বৃদ্ধি করতে পারলেই বহু সাইবার অপরাধ রুখে দেওয়া সম্ভব বলে মনে করছে পুলিশ। তাই সচেতনতার পাঠ শুরু করেছিল সংযোগ প্রকল্পের মাধ্যমে বাঁকুড়া জেলা পুলিশ। এবার সেই কর্মসূচীতেই যোগ দিল ছোট্ট ‘গজা’। ‘গজা’ আসলে বাঁকুড়া জেলা পুলিশের তৈরী ম্যাসকট। ছোট্ট হাতির আকারে তৈরী এই ম্যাসকট বাঁকুড়া জেলা পুলিশের হয়ে সাইবার অপরাধ নিয়ে এবার থেকে প্রচার চালাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে। জেলা পুলিশের দাবি স্কুল কলেজের পড়ুয়াদের কাছে দ্রুত অত্যন্ত আকর্ষনীয় হয়ে উঠবে এই ম্যাসকট। স্বাভাবিক ভাবে তার মাধ্যমে প্রচারিত সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতার পাঠ সহজেই মগজে স্থান করে নেবে কচি কাঁচাদের। আজ খাতড়ার গুরুসদয় মঞ্চে একটি অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারের হাত ধরে পথ চলা শুরু করল ‘গজা’। ক্ষুদে এই গজাকে ঘিরে এখন প্রত্যাশার অন্ত নেই জেলার পুলিশ আধিকারিকদের।