সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু নববধূর
Connect with us

বাংলার খবর

সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু নববধূর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন আগে বিয়ে হয়েছিল, সেই বিয়ের পর সদ্য বিবাহিত স্বামী স্ত্রী গিয়েছিল ঘুরতে। আর সেই মধুচন্দ্রিমায় যাওয়াই হল কাল। পাহাড়ের উপর থেকে নিচে খাদে পড়ে মৃত্যু হল নববধূ জয়িতা দাসের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার বাসিন্দা জয়িতার সঙ্গে বিয়ে হয় সঙ্গে দমদম পাইকপাড়া এলাকার বাসিন্দা রাহুল পোদ্দারের।

আরও পড়ুন: ‘দয়া করে সন্তানদের যুদ্ধে পাঠাবেন না’ , ভিডিয়ো বার্তায় কাতর আর্জি জেলেনস্কির

গত মাসেই বিয়ে সম্পন্ন হয়েছে। আর এ মাসের ৪ ঠা মার্চ হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দেন নব দম্পতি। হিমাচল পুলিশের তরফ থেকে হঠাৎই জয়িতার বাবার কাছে ফোন আসে মেয়ের মৃত্যুর খবর নিয়ে। কার্যত সদ্য বিবাহিতা মেয়ের এই মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। তবে প্রশ্ন উঠছে খাদের ধারে কি করছিল জয়িতা দাস?  ঘটনার পেছনে রহস্য রয়েছে বলে দাবি জয়িতার পরিবারের। সব মিলিয়ে সদ্যবিবাহিতার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার-পরিজনেরা।

Advertisement