বালুরঘাটের সেন ও পাল যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষনে বিশেষ উদ্যোগ রাজ্যের
Connect with us

বাংলার খবর

বালুরঘাটের সেন ও পাল যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষনে বিশেষ উদ্যোগ রাজ্যের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বালুরঘাটে (Balurghat) অবস্থিত দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা মিউজিয়াম পরিদর্শন করলেন রাজ্য তথ্য সংস্কৃতি দফতর ও প্রত্নতত্ত্ব সংগ্রহালয় দফতরের আধিকারিকরা। এই মিউজিয়ামে থাকা সেন ও পাল যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ জেলার নানা প্রাচীন নিদর্শনগুলি খতিয়ে দেখেন তাঁরা।

পরিদর্শন শেষে নিদর্শনগুলির সঙ্গে সংক্ষিপ্ত বিবরণ লিখে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে রয়েছে। সেগুলি রক্ষনাবেক্ষণের জন্য উপস্থিত আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি প্রদান করে দক্ষিণ দিনাজপুর জেলা হেরিটেজ সোস্যাইটি।

আরও পড়ুন: দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ, ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি জেলা মিউজিয়াম জেলাপ্রশাসনের তরফে জেলা তথ্য সংস্কৃতি দফতরের হাতে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন সেই পরিদর্শন টিমে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তথ্য ও সংস্কৃতি দফতরের সহ অধিকর্তা রানা দেবদাস, প্রত্নতত্ত্ব ও সংগ্রহালয় দফতরের প্রত্নতত্ত্ব রসায়নবিদ দিলীপ দত্তগুপ্ত, দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক রাজেশ মন্ডল, ইটাহার কলেজের ইতিহাসের অধ্যাপক সুকুমার বাড়ই সহ অন্যরা।

অন্যদিকে, দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik Examination) মধ্যে বিবাদের জের! পরস্পরের মধ্যে হাতাহাতিতে জখম তিনজন পরীক্ষার্থী। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের আনন্দমডেল হাইস্কুলে। ঘটনায় অভিযুক্ত পড়ুয়াদের শাস্তির দাবি তুলে কোতোয়ালি থানায় দারস্থ হয়েছে জখম ওই তিন পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবক ও শিক্ষকরা।

আরও পড়ুন: দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ, ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে

Advertisement

অভিযোগ, জেলা স্কুলের একাংশ পড়ুয়া কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট নম্বর ছিড়ে দেয়। তা নিয়ে বিবাদের শুরু। স্কুলের বাইরে ছেলেদের ডেকে উত্তমেশ্বর হাই স্কুলের ছাত্রদের মারধর করে জেলা স্কুলের একাংশ ছাত্র বলে অভিযোগ। জখম হয় মজাঙ্গির আলী, জাহাঙ্গির আলী, ইজাজ হুসেন।