অতিমারি অতীত! ফের চালু হল মৈত্রী-বন্ধন এক্সপ্রেস
Connect with us

আন্তর্জাতিক

অতিমারি অতীত! ফের চালু হল মৈত্রী-বন্ধন এক্সপ্রেস

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার কারণে গত দু’বছর ধরে বন্ধ রয়েছে কল্কাতা-বাংলাদেশ রেলপথে যাতায়াত। কোভিড মহামারীর কারণে এতদিন বন্ধ ছিল দুই দেশের মধ্যে এই আন্তর্জাতিক রেলপথ।

বর্তমানে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফের খুলে গেল দুই দেশের মধ্যে রেল যোগাযোগ। রবিবার থেকে ফের নতুন করে চালু হল কলকাতা-ঢাকা ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং কল্কাতা-খুলনা ‘বন্ধন এক্সপ্রেস।’ এদিন সকাল ৮টা ১৫ মিনিটে ‘মৈত্রী এক্সপ্রেস’ (Maitree Express) ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। এর উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার। একইসঙ্গে কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করেছে ‘বন্ধন এক্সপ্রেস’।

জানা গিয়েছে, অতিমারি পরিস্থিতি কাটিয়ে ফের ছন্দে ফিরছে সবকিছু। যারফলে সবদিক বিবেচনা করে খুলে দেওয়া হয়েছে এই আন্তর্জাতিক রেলপথ। যারফলে এবার দুই দেশের নাগরিকরাই অতি সহজে ভারত এবং বাংলাদেশে ঘুরতে আসতে ও যেতে পারবেন। মৈত্রী এক্সপ্রেসে মোট ৪৫৬টি আসন রয়েছে। আর ১৭০টি টিকিট বিক্রি হয়েছে।

Advertisement

আরও পড়ুন: যৌন মিলনের পর স্মৃতিভ্রংশ বৃদ্ধের, রিপোর্টে প্রকাশ চাঞ্চল্যকর তথ্য!

এর মধ্যে ভারতীয় যাত্রীর সংখ্যা ১৬। আর একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বাংলাদেশ (Bangladesh) রেলওয়ের ডিজি জানান, এখন থেকে ট্রেনটি সপ্তাহে পাঁচদিন চলাচল করবে। ঢাকা-কলকাতার দূরত্ব ৩৭৫ কিলোমিটার। এই রুটের যাত্রী প্রতি ট্রেন ভাড়া ট্রাভেল ট্যাক্স-সহ (৫০০ টাকা) এসি আসনের ভাড়া পড়বে ৩ হাজার ৫০৫ টাকা ও এসি চেয়ার কারের ভাড়া ২ হাজার ৫০৫ টাকা।

আরও পড়ুন: Big Breaking: নেপালের মাঝ আকাশ থেকে ২২ জন যাত্রী নিয়ে উধাও বিমান

Advertisement

অন্যদিকে, বাংলাদেশ থেকে বৃহস্পতিবার ও রবিবার মোট ২ দিন ছাড়ে মৈত্রী এক্সপ্রেস। আর ভারত থেকে ফেরে দু’দিন। এদিকে রেলওয়ে অপারেশন দফতর জানিয়েছে, মিতালী এক্সপ্রেসে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি বার্থের ভাড়া ৪,৯০৫ টাকা। এসি সিটের ভাড়া ৩,৮০৫ টাকা। আর এসি চেয়ারের ভাড়া ২,৭০৫ টাকা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.