যৌন মিলনের পর স্মৃতিভ্রংশ বৃদ্ধের, রিপোর্টে প্রকাশ চাঞ্চল্যকর তথ্য!
Connect with us

আন্তর্জাতিক

যৌন মিলনের পর স্মৃতিভ্রংশ বৃদ্ধের, রিপোর্টে প্রকাশ চাঞ্চল্যকর তথ্য!

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্ত্রীর সঙ্গে সঙ্গম সুখ নিতে গিয়ে পুরনো স্মৃতি ভুলতে বসলেন এক আইরিশ ব্যক্তি। ৬৬ বছর বয়সী ওই আইরিশ ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করার পর স্বল্পমেয়াদী স্মৃতিভ্রংশ হয়।

জানা গিয়েছে, এরপর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার আইরিশ মেডিকেল জার্নালের প্রকাশিত এই বিষয়টিকে একটি অস্বাভাবিক ঘটনা বলে বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্য সংক্রান্ত ওই আইরিশ জার্নালের রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যামনেশিয়ার কারণে হঠাৎ হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে থাকে। একে আবার গ্লোবাল অ্যামনেসিয়া’ও বলা হয়ে থাকে।

মায়ো ক্লিনিকের মতে, হঠাৎ করে এই ক্ষণস্থায়ী গ্লোবাল অ্যামনেশিয়া যা মৃগীরোগ বা স্ট্রোকের মতো সাধারণ নিউরোপ্যাথির কারণে হয় না। এই আইরিশ ব্যক্তির ক্ষেত্রে, মেডিকেল জার্নাল জানিয়েছে যে, যৌন মিলনের ১০ মিনিটের মধ্যে তিনি তাঁর স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন।

Advertisement

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্সের আতঙ্ক, বিশ্বের ২০’টি দেশে মিলল সংক্রমণের হদিশ

জানা গিয়েছে, যৌন মিলনের পর লোকটি তার মোবাইল ফোনে তারিখ দেখতে থাকেন এবং সে হঠাৎ করে মন খারাপ করে। যে সে আগের দিন তার বিবাহ বার্ষিকী ভুলে গিয়েছে। যদিও লোকটি আগের দিন সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানটি উদযাপন করেছিলেন, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না বা কিছুই মনে করতে পারছিলেন না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সহবাসের সময় এই ধরনের ঘটনা অতি বিরল। তবে ৫০ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে যৌন মিলনের পর এই ধরনের ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। সেক্ষেত্রে অ্যামনেশিয়ায় আক্রান্ত ওই ব্যক্তি ১ ঘণ্টার জন্য কখনও বা একবছর আগে স্মৃতি সব হঠাৎ করেই ভুলে যান। এক্ষেত্রে ওই আইরিশ ব্যক্তিও ব্যাতিক্রম নয়।

Advertisement

আইরিশ মেডিকেল জার্নালে একটি নিবন্ধের লেখক, যিনি ইউনিভার্সিটি হাসপাতালের লিমেরিকের নিউরোলজি বিভাগে কাজ করেন। তিনি বলেছেন যে, ”টিজিএ আক্রান্ত ১০ শতাংশ লোকের অন্য পর্ব রয়েছে। TGA এ শারীরিক কার্যকলাপ মানসিক চাপ, ব্যথা এবং যৌন মিলন সহ বেশ কয়েকটি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হয়েছে।”

আরও পড়ুন: গরমকালে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে এড়িয়ে চলুন এই জায়গাগুলি…

২০০৯ সালে TGA সম্পর্কে কথা বলতে গিয়ে একজন বিশেষজ্ঞ বলেছিলেন, “এটি একটি উদ্দীপনা বা বঞ্চনার জন্য যথেষ্ট নয় যে এটি মস্তিষ্ককে স্থায়ীভাবে আঘাত করে। মস্তিষ্ক পুনরুদ্ধার করে। স্মৃতি ছাড়া অন্য কোনও ঘাটতি থাকা উচিত নয় এবং এটি সংক্ষিপ্ত হওয়া উচিত। ঘটনাটি ক্ষতিগ্রস্থ মানুষ এবং তাদের প্রিয়জনদের জন্য ভয়ঙ্কর, তবে টিজিএকে খুব বেশি গুরুতর বলে মনে করা হয় না।”

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.