আন্তর্জাতিক
লাইভ টক-শো’তে আঙ্করকে মারধোর, নেটপাড়ায় তুমুল সমালোচনার মুখে আদর আজাদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অন লাইভ টক-শো’তে উপস্থাপকের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বাংলার এক জনপ্রিয় নায়ক। ঝগড়া থামাতে আসরে নামেন নায়িকা। যদিও শেষ পর্যন্ত তিনিও ব্যর্থ হন।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে এপার নয়, ওপার বাংলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিয়ো। কেউ বলছেন, বিষয়টি নেহাত ছবির প্রমোশনের জন্য। কিন্তু, নায়কের এই মারামারির ‘রিয়েল ভিডিয়ো’ দেখে ‘ছিঃ ছিঃ’ করছে নেটপাড়া।
জানা গিয়েছে, সম্প্রতি ‘তালাশ’ ছবির প্রচারের জন্য একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নায়ক আদর আজাদ, নায়িকা শবনম বুবলী এবং পরিচালক সৈকত নাসির। অভিযোগ, সেখানেই শোয়ের উপস্থাপক আদরের পোশাক এবং আচরণের সমালোচনা করেছেন। তিনি বলেন, “পাঁচ মিনিট আগেও আদর বের হয়েছে। নীচে নেমেছে। সে দায়িত্ববান নয়। ক্যারেক্টারের ভেতরে নেই। দেখে নিন তার চেহারা।”
আরও পড়ুন: প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর, ২ বছর পর খুলছে চিনের দরজা
এরপরেই পরিচালক বলেন, “আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত।” সেই সময়ই সমালোচনা শুনে ‘ক্ষেপে গিয়ে’ উপস্থাপককে কয়েকবার চড় মারেন। এমনকী, তাঁর উপর লাথির বন্যাও বয়ান।
এই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। যদিও জানা গিয়েছে, নিজেদের ছবির প্রচারে পুরো বিষয়টিই আদতে সাজানো। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ছবির পরিচালক সৈকত নাসির সংবাদমাধ্যমকে জানান, তাঁরা কোনও টক শোতে অংশগ্রহণ করেননি। এই ভিডিয়োতে কেন টক শো লেখা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে এই বিষয়ে ছবির প্রচারের যোগাযোগ রয়েছে, এমনটাই মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন: দেশে বিদ্যুতের আকাল, অপচয় রুখতে শনি-রবি সরকারি ছুটি ঘোষণা করল পাকিস্তান
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নাসির আরও বলেন, “আসল ঘটনা আমাদের সিনেমা দেখলেই বোঝা যাবে। আমরা একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি নিয়ে মন্তব্য করব।”