'লিটল জিনিয়াস' পরীক্ষায় অভূতপূর্ব সাফল্যে সকলকে তাক লাগিয়ে দিল অর্পিতা
Connect with us

বাংলার খবর

‘লিটল জিনিয়াস’ পরীক্ষায় অভূতপূর্ব সাফল্যে সকলকে তাক লাগিয়ে দিল অর্পিতা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘লিটল জিনিয়াস’ প্রতিযোগিতায় অঙ্কে ১০০-তে ১০০! বাংলার মুখ উজ্জ্বল করল বালুরঘাটের অর্পিতা। রাজ্য ‘লিটল জিনিয়াস’ প্রতিযোগিতায় অঙ্কে ১০০-তে ১০০ পেয়েছে বালুরঘাটের অর্পিতা ঘোষ।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিজের মা-বাবা, এলাকার নাম উজ্জ্বল করল সে। গত রবিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তাকে সম্মানিত করা হয়েছে। ছোটো থেকে পড়াশোনায় খুব ভালো অর্পিতা ঘোষ। সব সময় তার চেষ্টা ছিল কিছু একটা করবে। নিজেই তাই উদ্যোগ নিয়ে শিক্ষা মিশন পরিচালিত রাজ্যব্যাপী পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত হওয়া ‘লিটল জিনিয়াস’ প্রতিযোগিতায় অংশ নেয় সে।

২০২১ সালের জুলাই মাসে হয়েছিল এই প্রতিযোগিতা। অর্পিতার কথায়, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতার ফলাফল জানতে পারে সে। স্কলারশিপ ইন ইন্ডিয়া নামের একটি গ্রুপকে ফলো করত অর্পিতা। সেখানেই এমন প্রতিযোগিতার বিষয়ে প্রথম জানতে পারে সে। ‘লিটল জিনিয়াস’ ছাড়াও বৃত্তি পরীক্ষা, অলিম্পিয়াড পরীক্ষাও দিয়েছিল সে। তবে গোটা রাজ্যে যে সে অঙ্কে ১০০-তে ১০০ পেয়ে সেরার স্থান অধিকার করবে, তা ভাবতে পারেনি অর্পিতা।

Advertisement

আরও পড়ুন: ট্রেনের মধ্যেই প্রসব বেদনা, বাথরুমে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনি

বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা অর্পিতা ঘোষ। বাবা অসীম কুমার ঘোষ গ্রন্থাগারের কর্মী। মা সাধারণ গৃহবধূ। ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা বরাবরই মেধাবী ছাত্রী। বালুরঘাট গার্লস হাইস্কুলে পড়াশোনা করে সে। গত বছরও এই পরীক্ষায় অংশ নিয়েছিল অর্পিতা। কিন্তু সেবার কোনও স্থান পায়নি। তবে এবার ভালোভাবে প্রস্তুতি নিয়েই ময়দানে নেমেছিল সে। আর তার ফলও পেল হাতেনাতেই।

আরও পড়ুন: কর্তব্যে গাফিলতির অভিযোগ, শাস্তির মুখে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধানশিক্ষক

Advertisement

মেয়ের এই সাফল্যে গর্বিত বোধ করছেন বাবা অসীম ঘোষ। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তিনি জানান, ছোটো থেকেই অর্পিতা পড়াশোনায় খুব মনযোগী। তিনি এও জানান যে ভবিষ্যতে যাতে অর্পিতা এমন আরও সাফল্য পায়, তার জন্য মেয়েকে সবরকম সাহায্য করবেন তিনি। পাশে থাকবেন মেয়ের। অর্পিতার এই সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষিকারাও। শুধু পড়াশোনাই নয়, নাচ, গান, আবৃত্তিতেও পটু অর্পিতা।