ট্রেনের মধ্যেই প্রসব বেদনা, বাথরুমে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনি
Connect with us

দেশের খবর

ট্রেনের মধ্যেই প্রসব বেদনা, বাথরুমে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ট্রেনেই মধ্যেই প্রসব বেদনা। পুত্র সন্তানের জন্ম দিলেন সোনি কুমার নামের এক মহিলা। কটক থেকে বিহারে যাওয়ার পথে ট্রেনেই সন্তান প্রসব করেন ওই মহিলা। রেল আধিকারিকদের তৎপরতায় বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, শুক্রবার কটক থেকে বিহারে যাওয়ার পথে সোনি কুমার নামের এক মহিলা ট্রেনেই ভিতরেই সন্তান প্রসব করেন। জানা গিয়েছে,  বিহারের সমস্তিপুরের বাসিন্দা স্ত্রী ও পরিবারকে নিয়ে তিন মাস পরে ফিরছিলেন বিহারের বাড়িতে।

আরও পড়ুন: কর্তব্যে গাফিলতির অভিযোগ, শাস্তির মুখে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধানশিক্ষক

Advertisement

বৃহস্পতিবার রাতে চলন্ত ট্রেন পুরী জয়নগর এক্সপ্রেস(18419) কটক থেকে সমস্তিপুর এর বিহারের উদ্দেশ্যে যাত্রা করছিল। যখন ট্রেনটি বালেশ্বর পেরিয়ে খুরদা রোড ঢোকে সেই সময় সোনি কুমারি বাথরুমে যান। সেখানে প্রসবের বেদনা ওঠে এবং কিছুক্ষণের মধ্যে তিনি পুত্র সন্তান জন্ম দেন।

আরও পড়ুন: সন্ধ্যার পর মাঠে থাকতে পারবেন না মহিলারা, ক্লাবের অদ্ভুত ‘ফতোয়ায়’ বিতর্ক

ঘড়ির কাটায় তখন রাত প্রায় ৮’টা। সাধারণ কামরাতেই যাচ্ছিলেন ওই মহিলা সহ তাঁর পরিবারের সদস্যরা। ট্রেনের বাথরুমে সোনি সন্তান প্রসব করলেও তাঁর পরিবারের সদস্যরা কেউই টি টি বা রেল পুলিশকে বিষয়টি জানায়নি। যদিও কিছুক্ষণ পরে রেল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারেন এবং ওই মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। এরপর মেদিনীপুর স্টেশনে তাঁদের নামিয়ে রেলের কর্মীরা ঘন্টাখানেক পর প্রসূতি ও সদ‍্যোজাত শিশুকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা  হয়। হাসপাতাল সূত্রে খবর মা ও শিশু দুজনই সুস্থ আছে। 

Advertisement