তিনতলা মল পুরোটাই বই! পড়ুয়াদের বইমুখী করতে নয়া উদ্যোগ শিক্ষকের
Connect with us

বাংলার খবর

তিনতলা মল পুরোটাই বই! পড়ুয়াদের বইমুখী করতে নয়া উদ্যোগ শিক্ষকের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘পৃথিবীটা নাকি ছোটো হতে হতে বোকা বাক্সতে বন্দি!’ এখন শুধু বোকা বাক্সই নয়, দুনিয়া বন্দি হয়েছে মুঠো ফোনে। কিছু জানতে চাইলে গুগল সার্চ বারে ক্লিক করলেও ভেসে ওঠে A টু Z তথ্য। তাইতো এখন পড়ার বই দূরঅস্ত!

শৈশবের খেলার মাঠের হাতছানি, লুকোচুরি খেলা ভুলে বাচ্চারা এখন মগ্ন মোবাইল, ট্যাবের পর্দায়। যারফলে পড়াশোনার প্রতি ক্রমশ কমছে বাচ্চাদের ঝোঁক। আট থেকে আশি এখন প্রায় সবাই বইবিমুখ। আর এই মোবাইল স্ক্রিন থেকে বইয়ের পাতায় চোখ ফেরাতে আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে তিনতলা বইয়ের শপিং মল।

তিনতলা বাড়িতে শুধু বই আর বই! শাড়ি, জামা,কাপড়ের পরিবর্তে বইয়ের শপিংমল। যা ইচ্ছে তাই পাবেন। পাবেন মনপসন্দ বই, নয়া এই ভাবনায় বেজায় খুশি বই প্রেমীরা। আর এই আধুনিক ভাবনার স্রষ্টা এক সরকারি স্কুলের সহকারী শিক্ষক ড.পার্থ সাহা। আর বই এর শপিং মহল এর নাম দেওয়া হয়েছে “বই মহল “।

Advertisement

আরও পড়ুন: সমর্থকদের থেকে মুড়ি চেয়ে GST ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

পশ্চিমবঙ্গের এক প্রান্তিক জেলা আলিপুরদুয়ার। বই প্রেমীদের অনেক ধরনের বই এখানে পাওয়া যায় না। যার জন্য একটা বই কিনতে ছুটতে হতো কলকাতায়। এবার থেকে আর এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে না জেলাবাসীকে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়াদের। হাতের মুঠোয় মিলবে বই।

আরও পড়ুন: আমরা বিত্তবান প্রধানমন্ত্রী চাই না, একুশের মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement

শপিং মল মানেই যেখানে আমরা বুঝি, এক ছাদের নীচে সব জিনিস। এবার সেই একই ভাবে তৈরি হচ্ছে বইয়ের শপিং মল। এখন থেকে আর কোনও বইয়ের জন্য ছুটতে হবে না কলকাতায়। এদিকে কোলকাতা যাতায়াত ব্যয় সাপেক্ষ। তাই বই কেনার ইচ্ছে থাকলে তা কেনা হয়ে উঠতো না অনেকেরই। শুধু তাই নয়, জেলার ছাত্র সমাজ থেকে অবসর প্রাপ্ত মানুষ সকলেই খুশি এই বই মহল হওয়ায়।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.