বাংলার খবর
জোড়া খুনের অভিযোগে রণক্ষেত্রে মগরাহাট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন। টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। শনিবার ডায়মন্ড হারবারের মগরাহাট থানার মাগুর পুকুর এলাকায় জোড়া খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে গুলি তারপরে কুপিয়ে খুন করা হয়েছে ওই দুই যুবককে। মাগুর পুকুরের গরুর হাটে গোলমাল হয়। খুন হয়েছেন বরুণ রায় ও অমর রায়। বরুণ মগরাহাট থানার সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা মগরাহাটে। আগুন লাগিয়ে দেয়া হয়েছে কয়েকটি দোকানেও। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ট্রেনের মধ্যেই প্রসব বেদনা, বাথরুমে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনি
এদিকে মগরাহাটে সিভিক ভলেয়ন্টিয়ার সহ দু’জনের খুনের ঘটনায় মৃতদেহ তুলতে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জোড়া এই খুনের ঘটনার জেরে সকাল রণক্ষেত্র পরিস্থিতি মগরাহাটের। তবে এই খুনের পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে তা এখনও জানা যায়নি। মগরাহাটের খুনের ঘটনায় মৃতের দাদা জানিয়েছেন, তাঁর ভাই সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে তিনি আর কিছু জানেন না।
আরও পড়ুন: কর্তব্যে গাফিলতির অভিযোগ, শাস্তির মুখে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধানশিক্ষক
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে যে দু’টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেগুলি নেভানোর কাজ চলছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবারে পাঠিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় সকাল থেকেই পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা।