বাংলার খবর
ফুচকার পর পাহাড়ে এবার মোমো বানালেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার ভানু ভবনে নবনির্মাচিত জিটিএ বোর্ড সদস্যদের যখন শপথ গ্রহণ করালেন রাজ্যপাল জগদীপ ধনকর তখন সকালে প্রাতভ্রমণে বেরিয়ে জনসংযোগে ব্যস্ত রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে রিচমন্ড হিলের হোটেল থেকে বেরিয়ে প্রতিদিনের মতো সিংমারিতে চিড়িয়াখানা পর্যন্ত প্রাতভ্রমণ করেন মুখ্যমন্ত্রী। হেঁটে যান চিড়িয়াখানা পর্যন্ত। যাত্রা পথে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের অভাব-অভিযোগও শোনেন তিনি। জানতে চান সুবিধা-অসুবিধার কথা। ছবি তুললেন মোবাইল ক্যামেরায়।
আগের দু’দিন মুখ্যমন্ত্রীকে ফুচকা খাওয়াতে এবং শিশুদের চকোলেট বিতরণ করতে দেখা গিয়েছিল। বৃহস্পতিবার প্রাতভ্রমণে বেরিয়ে মোমো বানালেন মুখ্যমন্ত্রী। চিড়িয়াখানা থেকে ফেরার পথে এক স্বনির্ভর গোষ্টির দোকানে মহিলা সদস্যদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মোমো বানাতে বসে পড়েন মুখ্যমন্ত্রী। লেচি কেটে, বেলনা দিয়ে বেলে তুলে দেন এক মহিলার হাতে। এর পর পুর ভরে দেন মুখ্যমন্ত্রী।
এই প্রথম নয়। এর আগেও পাহাড়ে গিয়ে মোমো বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফুচকা বানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজে হাতে আলু, মটরের পুর বানিয়ে, টক জলে চুবিয়ে ফুচকা পরিবেশন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর ফুচকা বানানো দেখতে ভিড় জমে গিয়েছিল সাধারণ মানুষের। বুধবারও পাহাড়ের রাস্ত হাঁটতে বেরিয়ে জনসংযোগ সারার ফাঁকে কচিকাঁচাদের সঙ্গে মেতে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। শিশুদের কোলে তুলে নিয়ে আদর করার পাশাপাশি, চকোলেট তুলে দেন। বৃহস্পতিবার মোমো বানালেন মুখ্যমন্ত্রী। এবার একটু বেশিই অন্য মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। যেন পাহাড়ের ঘরের মেয়ে হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।