দাসপুরে বৃদ্ধের অর্ধদগ্ধ দেহ উদ্ধার, পাশেই কাগজে লেখা 'বেইমানের প্রায়শ্চিত্ত'!
Connect with us

বাংলার খবর

দাসপুরে বৃদ্ধের অর্ধদগ্ধ দেহ উদ্ধার, পাশেই কাগজে লেখা ‘বেইমানের প্রায়শ্চিত্ত’!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার ভোরে প্রায় একশ পাঁচ বছর বয়সী এক প্রৌঢ়ের হাত-পা বাঁধা অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতদেহের পাশে থাকা একটি কাগজ উদ্ধার হয়েছে। তাতে হাতে লেখা ‘বেইমানের প্রায়শ্চিত্ত’ বয়ানকে ঘিরে রীতিমতো রহস্য ঘনিভূত হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির পাশে থাকা একটি কুঁড়েঘরের ভিতরে প্রায় পুড়ে ছাই হয়ে যাওয়া দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন করা হয়েছে ১০৫ বছরের ওই বৃদ্ধকে। তবে পূর্ণাঙ্গ তদন্তের আগে মৃত্যু সম্পর্কে বয়ান দিতে নারাজ পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রানিচক এলাকায়।

মৃত বৃদ্ধের নাম নন্দ মন্ডল (১০৫)। প্রতিবেশীদের দাবি, ভোরের দিকে বাড়ির পাশে থাকা একটি কুঁড়ে ঘরের মধ্যে তাঁর হাত পা বেঁধে কেউ বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে তাঁকে। ওই বৃদ্ধ যে হুইলচেয়ারে করে ঘোরাফেরা করতেন, সেটিও পাশেই পড়ে ছিল। বৃহস্পতিবার সকালে ওই কুঁড়ে থেকে ধোঁয়া ও দুর্গন্ধ বের হতে দেখেন স্থানীয়রা ছুটে যান। ঘরের ভিতরে ঢুকে তাঁরা দেখেন ওই বৃদ্ধের অর্ধদগ্ধ দেহ পড়ে রয়েছে। দেহের পাশেই একটি চিরকুটে লিখে রাখা হয়েছে ‘বেইমানের প্রায়শ্চিত্ত’।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দবাবুর চার ছেলে। দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। প্রতিবেশীদের অনুমান, সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল পরিবারে। তা থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ সেখানে হাজির হয়। দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।