অবশেষে যাত্রী নিয়ে শিয়ালদহ থেকে যাত্রা শুরু মেট্রোর, ইতিহাসের সাক্ষী থাকতে মাঝরাত থেকেই লাইন
Connect with us

বাংলার খবর

অবশেষে যাত্রী নিয়ে শিয়ালদহ থেকে যাত্রা শুরু মেট্রোর, ইতিহাসের সাক্ষী থাকতে মাঝরাত থেকেই লাইন

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিতর্ক, রাজনৈতিক তরজার মধ্যেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রী নিয়ে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রা শুরু করল মেট্রো। হয়রানির দিন শেষ। এবার থেকে এসির হাওয়া খেতে খেতেই মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই শিয়ালদহ থেকে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। যানজট এড়িয়ে এই মেট্রো যাত্রায় সুবিধা হবে বহু মানুষের। বৃহস্পতিবার সকাল ৬.৫৫ মিনিটে শিয়ালদহ থেকে প্রথম যাত্রা শুরু করল মেট্রো। উল্টোদিকে সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়লো সকাল সাতটায়।

এই ইতিহাসের সাক্ষী থাকতে ভোর রাত থেকেই শিয়ালদা স্টেশন চত্বরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। প্রথম ট্রেনে চেপে সফর করার জন্য রাত ৩টে থেকে শিয়ালদা স্টেশনের সামনে পৌঁছন অনেক যাত্রী। ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যেও লক্ষ্য করা গিয়েছে উন্মাদনা। বাস-ট্রেনে গাদাগাদি করে যানজট কাটিয়ে লেটে অফিসে পৌঁছানোর দিন শেষ। বৃহস্পতিবার সকালটা একটু অন্যরকম ভাবেই শুরু হল নিত্যযাত্রীদের। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন থেকে প্রথম দিনের সফরকে স্মরণীয় করে রাখতে বহুযাত্রীকেই সেলফি তুলতে, করতালি দিয়ে সেলিব্রেট করতে দেখা গেল। সকলের মধ্যেই যেন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। অনেক যাত্রী আবার একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়ে উঠলেন, ‘আমরা করব জয়’।

একজন অফিস যাত্রী বলছিলেন, ‘আর কিছুদিন পরেই রিটায়ারমেন্ট। কর্মজীবনের শেষে এসে একটু আরাম করে অফিস যেতে পারবো এটা ভেবেই ভালো লাগছে। বয়স হয়েছে। এবার একটু আরামেই অফিস করতে পারব।’ এক যাত্রী আবার জানালেন, ‘নতুন মেট্রোয় প্রথম সওয়ারি হব, শিয়ালদা থেকে প্রথম মেট্রো ধরব বলে ভীষণ উত্তেজনা ছিল। তাই ঘুম থেকে রাত তিনটেয় উঠেই এখানে চলে এসেছি।’ এক যাত্রী জানালেন, ‘প্রথম দিন এই রুটে মেট্রো গড়াবে। নিজে সেই ইতিহাসের সাক্ষী থাকতে চাই। তাই ভোর থেকে টিকিটের লাইনে দাঁড়িয়েছি।’

Advertisement

শিয়ালদা থেকে সেক্টর-৫ পর্যন্ত প্রতিদিন ১০০ করে মেট্রো চলবে। এরমধ্যে আপে ৫০টি এবং ডাউন ৫০টি। সেক্টর-৫ থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া বরাদ্দ করা হয়েছে ২০ টাকা। শিয়ালদা করুণাময়ী, সেন্ট্রাল পার্ক এবং সিটি সেন্টার পর্যন্ত ভাড়া ২০ টাকা। বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান পর্যন্ত ভাড়া বরাদ্দ করা হয়েছে ১০ টাকা। শিয়ালদহর পরের স্টেশন ফুলবাগান হলেও দু’ কিলোমিটারের বেশি দূরত্ব হওয়ায় একটি স্টেশনের জন্য ভাড়া গুনতে হবে দশ টাকা।

শিয়ালদা থেকে সেক্টর-৫ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অন্যদিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। অন্যদিকে, শিয়ালদ যাওয়ার জন্য সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

শিয়ালদহ থেকে সেক্টর-৫ পর্যন্ত সকাল ৬টা ৫৫ থেকে ৮টা ৫৫ পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। সকাল ৮টা ৫৫ থেকে ১০টা ৫৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর চলবে। সকাল ১০টা ৫৫ থেকে বিকেল ৪টে ৫৫ পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। বিকেল ৪টে ৫৫ থেকে সন্ধ্যা ৭টা ৫৫ পর্যন্ত মেট্রো চলবে ১৫ মিনিট পর পর। সন্ধ্যা ৭টা ৫৫ থেকে রাত ৯টা ৩৫ পর্যন্ত মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। অপরদিকে, সেক্টর-৫ থেকে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। রাত আটটা থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.