বাংলার খবর
Howrah Bridge: বুধবার রাতে হুলস্থুল কাণ্ড, হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়ল যুবক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার রাতে হাওড়া ব্রিজে হুলস্থুল কাণ্ড। বুধবার রাতে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লেন এক যুবক! এই ঘটনা চোখে পড়তেই রীতিমতো হইচই পড়ে যায়। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেন। ওই ব্যক্তিকে নিচে নামাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ এবং দমকলকে। দীর্ঘক্ষণ ধরে অনেক চেষ্টার পর বুধবার গভীর রাতে ওই যুবককে ব্রিজের মাথা থেকে নিচে নামাতে সক্ষম হন দমকল ও পুলিশ আধিকারিকরা। ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। তবে তিনি কীভাবে সকলের নজর এড়িয়ে ব্রিজের মাথায় উঠে গেলেন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এক যুবক হঠাৎই হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন। ব্রিজে কর্মরত পুলিশ কর্মীরা ওই যুবককে ব্রিজের মাথায় দেখতে পেয়ে রীতিমতো চমকে যান। সঙ্গে সঙ্গেই তাঁরা খবর দেন দমকলে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাওড়ার ব্রিজে পৌঁছয় দমকল বাহিনী। তারপরই তাঁরা ওই যুবককে ব্রিজের মাথা থেকে নিচে নামানোর চেষ্টা শুরু করেন। তবে তাঁকে নিচে নামাতে রীতিমতো হিমশিম খেয়ে যান দমকল আধিকারিক ও পুলিশকর্মীরা। অবশেষে দীর্ঘক্ষণ ধরে অনেক চেষ্টার পর রাত দেড়টা নাগাদ ওই যুবককে নিচে নামানো সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম, মহম্মদ মহম্মদ সোহেল। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে।
পুলিশ জানিয়েছে, মহম্মদ সোহেল মানসিকভাবে ভারসাম্যহীন। কী করে ওই যুবক ঝাড়খণ্ড থেকে রাঁচিতে এলেন, আর কী করেই বা সকলের নজর এড়িয়ে তিনি ব্রিজের মাথায় উঠে পড়লেন? তা এখনও বুঝে উঠতে পারছে না পুলিশ আধিকারিকরা। ওই যুবককে নিচে নামিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বাড়ি ও পরিবারের সদস্যদের খোঁজখবর শুরু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুলিশের অনুমান, রাতের দিকে ব্রিজ ফাঁকা থাকায়, সেই সুযোগেই ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন। গভীর রাত হওয়ায় তাঁকে নামাতে গিয়ে সমস্যা হয়নি এবং যানজটও তৈরি হয়নি বলে জানিয়েছে পুলিশ।