বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার বাঁকুড়ায়
Connect with us

বাংলার খবর

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার বাঁকুড়ায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনা বাঁকুড়ার শালতোড়া রেঞ্জের চাঁদবাক দামোদরের চরের। রবিবার দামোদরের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ওই কচ্ছপ। খবর পেয়ে শালতোড়া বনদফতরের আধিকারিক ও কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে শালতোড়া রেঞ্জ অফিসে নিয়ে আসে। বিরল প্রজাতির এই কচ্ছপটি আলিপুর চিড়িয়াখানাতে পাঠানো হবে বলে জানিয়েছে বনদফতর।

বনদফতরের তরফে জানা গিয়েছে,  উদ্ধার হওয়া কচ্ছপটির নাম আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে তোলে এই কচ্ছপ। শুধু বাস্তুতন্ত্র নয় মানবজীবনেও নানান রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপের। এই কচ্ছপ উদ্ধারের সঙ্গে সঙ্গে এমন কচ্ছপ নজরে এলে বনদফতরকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। 

এদিকে কালো গম চাষ করে সাফল্য লাভ করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের কৃষক তথা দাসপাড়া ফার্মার্স ক্লাবের সম্পাদক দশরথ দাস। তিনি এবারে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে মধ্যপ্রদেশ থেকে এই কালো জাতের গম বীজ এনেছেন এবং পরীক্ষা মূলকভাবে নিজের দশ কাঠা জমিতে এর চাষ করেছেন। দশরথ বাবু জানান, সাধারণ গম গাছের মতই দেখতে গাছগুলি, যখন গমের শিষ পাকতে শুরু করে তখন গমের দানাগুলি কালো হয়।

Advertisement

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র সহ গেরফতার BJP-র মণ্ডল সভাপতি

তাছাড়া বিজ্ঞানীদের মতে, সাধারণ গমের চেয়ে কালো গম বেশি পুষ্টিকর। জানা যায়, এই গম মানুষের অনেক মারাত্মক রোগ যেমন ক্যান্সার, সুগার, কোলেস্টরল, হৃদরোগ, স্ট্রোক থেকে রক্ষা করতে পারে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই প্রজাতির গমে উচ্চ প্রোটিন রয়েছে যা মানুষের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। তাই দিন দিন এই গমের চাহিদা বেড়ে চলছে। কৃষকরা কালো গম চাষ ও তা বিক্রি করে যথেষ্ট লাভবান হতে পারেন বলে জানান দশরথ বাবু। 

আরও পড়ুন: BJP-এর বিক্ষোভে উত্তাল বিধানসভা, একবছরের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ ৫ বিধায়ক

Advertisement

অন্যদিকে,  বাঁকুড়া জেলা রানিবাঁধ জঙ্গলমহল সর্বত্র ধর্মঘট কোথাও কোথাও তৃণমূল কংগ্রেস পুলিশ বাধা সৃষ্টি করলেও ধর্মঘটীদের
দাবিসমূহ: ১.নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে; ২.কর্পোরেট স্বার্থবাহী নয়া শ্রমকোড বাতিলের দাবিতে; ৩.বেকারের কর্মসংস্থানের দাবিতে; ৪.কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সামাজিক প্রকল্পে সরকারের বরাদ্দ বাড়াতে – ২৮-২৯শে মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনসহ ১২ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গণসংগঠন সমূহের ডাকে ধর্মঘট । জঙ্গলমহল তৃণমূল কংগ্রেস সমর্থনে রানিবাঁধ ব্লক প্রায় অধিকাংশ দোকান খোলা আছে। স্কুল ব্যাংক ব্লক ও গাড়ি-ঘোড়া কিছু কিছু রাস্তায় চলছে ।