আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার BJP-র মণ্ডল সভাপতি
Connect with us

বাংলার খবর

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার BJP-র মণ্ডল সভাপতি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার BJP-এর মণ্ডল সভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে নাথুয়ায় হানা দিয়ে বিজেপির ধূপগুড়ি উত্তর পশ্চিম মণ্ডল সভাপতিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বানারহাট থানার পুলিশ। জানা গিয়েছে, এদিন নাথুয়ার জলঢাকা প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই বিজেপি মন্ডল সভাপতির কোমড়ে একটি ইপ্রোভাইসড কান্ট্রিমেড সিক্সার (দেশীয় প্রযুক্তিতে তৈরি ) পিস্তল পাওয়া গিয়েছে।  শুধু তাই নয়, সেইসঙ্গে দু রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম মুকুল ঘোষ। তার বাড়ি বানারহাট থানার অন্তর্গত নাথুয়া এলাকায়। তিনি বিজেপির ধূপগুড়ি উত্তর পশ্চিম মন্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন। ধৃতের বিরুদ্ধে ২৫ (এ) /২৭ অস্ত্র আইনে মামলা রজু করেছে পুলিশ। যদিও বিজেপির মন্ডল সভাপতির গ্রেফতারির ঘটনার শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর বানারহাট থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত মুকুল ঘোষকে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

আরও পড়ুন: BJP-এর বিক্ষোভে উত্তাল বিধানসভা, একবছরের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ ৫ বিধায়ক

Advertisement

অন্যদিকে, বালিগঞ্জের ৮৫ নং ওয়ার্ডের মনোহর পুকুর অঞ্চলে প্রচারের সময় বিজেপি প্রার্থী শ্রীমতী কেয়া ঘোষ সহ বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ পুলিশের সামনে তৃণমূলী হার্মাদ বাহিনীর দ্বারা। এই মূহুর্তে কেয়া ঘোষ রবীন্দ্র সরোবর থানায় যাচ্ছেন বলে জানা গিয়েছে।  এদিকে সোমবার এবং মঙ্গলবার দুই দিনব্যাপী ১২ দফা দাবি নিয়ে সাধারন ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন। সাধারণ ধর্মঘটের প্রথম দিনে অর্থাৎ সোমবার সকাল থেকে সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে বামপন্থী সংগঠনগুলি।

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড নিয়ে ধুন্ধুমার বিধানসভা, TMC-BJP হাতাহাতিতে নাক ফাটল বিধায়কের

পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় রাস্তা অবরোধ এবং সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল করছে বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা। এদিন সকালে সারা জেলার পাশাপাশি খড়গপুর শহরের প্রেম বাজার এলাকায় খড়গপুর – কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো CITU কর্মী সমর্থকরা‌। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। জেলাজুড়ে বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে।

Advertisement