ডাইনি অপবাদে শিশু সহ ৬ মহিলাকে গ্রামছাড়া করল মোড়ল
Connect with us

বাংলার খবর

ডাইনি অপবাদে শিশু সহ ৬ মহিলাকে গ্রামছাড়া করল মোড়ল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও মধ্যযুগীয় বর্বরতা দুই শিশুসহ ছয় গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করল মোড়ল-সহ গ্রামের আদিবাসী মানুষজন। জানা গিয়েছে, বীরভূমের
পারুই থানার রহমতপুর এলাকায় মোট দুই শিশুসহ আটজন গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করে আদিবাসী সম্প্রদায়ের মোড়ল-সহ আদিবাসী মানুষ জনেরা। এই অবস্থায় তিনজন পুরুষ ও তিনজন মহিলা দুই বাচ্চাকে নিয়ে পথে এসে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।  

এদিকে ওই তিন জন মহিলার মধ্যে একজন মহিলা সাত মাসের অন্তঃসত্ত্বাও রয়েছে বলে জানা গেছে।  এই বিষয়ে বোলপুর ব্লকের বিডিও শেখর সাই সম্পূর্ণ বিষয়টি শুনে স্থানীয় প্রশাসনকে অর্থাৎ পারুই থানার পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এছাড়াও যে সমস্ত গ্রামবাসীরা গ্রামের বাইরে রয়েছেন তাঁদেরকে গ্রামে ফেরানোর কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার BJP-র মণ্ডল সভাপতি

Advertisement

এই বিষয়ে রহমতপুর আদিবাসী পাড়ার মোড়ল সুকল মুর্মু জানিয়েছেন কাউকে তারা গ্রাম থেকে বার করেনি এবং ওই পরিবার নিজেরাই গ্রাম ছেড়ে চলে গেছে, পরিবারটিকে গ্রাম থেকে কেউ বার করেনি বলে জানিয়েছেন গ্রামের মোড়ল। গ্রামছাড়া গ্রামবাসীরা এই মুহূর্তে পারুই থানায় আশ্রয় নিয়েছে বলে জানা গেছে এবং পুলিশ সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে এবং গ্রামে লাগানো হয়েছে পুলিশের পিকেট। যত দ্রুত সম্ভব এই সমস্ত গ্রামবাসীকে গ্রামে ফেরার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বিডিও তরফ থেকে।