খেলা-ধূলা
ফুটবল খেলা দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮ জনের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের সবচেয়ে আকর্ষণীয় খেলা ফুটবল। ফলে দেশের বহু মানুষের নজর থাকে এই খেলার দিকে। ফলে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন খেলা দেখার জন্য। কিন্তু সেখানেই বাঁধে বিপত্তি। যেখানে খেলা সেই স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৮ জনের।
আহত হয়েছেন অন্তত ৩৮ জন। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটে আফ্রিকা কাপ অফ নেশনসে ইয়াউন্ডে ওলেম্বে স্টেডিয়ামের বাইরে। কোমোরসের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ ছিল হোম ফেভারিট ক্যামেরুনের। সেই ম্যাচের সময় স্টেডিয়ামের বাইরে দর্শকদের হুড়োহুড়ি পড়ে যায়।
তাতেই পড়ে যান অনেকে। সরকারের তরফে জানানো হয়েছে, পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে কেন স্টেডিয়ামের বাইরে উত্তেজনা সৃষ্টি হল, তা এখনও স্পষ্ট নয়। আফ্রিকান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, কিভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে।