খেলা-ধূলা
ইউক্রেন হামলার জের, বিশ্ব ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসিত করল ফিফা ও উয়েফা! কাতার বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইউক্রেনে রুশ হামলার প্রভাব এবার পড়ল ফুটবলেও। ফুটবলে রাশিয়াকে নির্বাসিত করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। এর ফলে ২০২৩ কাতার বিশ্বকাপ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না রাশিয়া।
শুধু তাই নয়, ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা নিয়ন্ত্রিত ইউরোপা লিগে রাশিয়ার কোনও ক্লাব আর খেলতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে উয়েফা। আগামী ২৪ মার্চ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফের সেমিফাইনাল ম্যাচে পোলান্ডের সঙ্গে রাশিয়ার খেলার কথা ছিল। ফিফা রাশিয়াকে নির্বাসিত করায় সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। সোমবারই আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের নির্বাসিত করার আবেদন জানিয়েছিল৷
তার পরেই এই সিদ্ধান্তের কথা জানায় ফিফা এবং উয়েফা৷ ফিফা এবং উয়েফার তরফে সোমবার যৌথ বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘জাতীয় এবং ক্লাব স্তরের রাশিয়ার সব দলকেই ফিফা এবং উয়েফা আয়োজিত প্রতিযোগিতা থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা এবং উয়েফা। ফুটবল বিশ্ব এ বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে এবং ইউক্রেনের আক্রান্ত মানুষদের পাশে রয়েছে৷’