দেশের খবর
ফের পিএসি চেয়ারম্যান পদ থেকে ‘পাগল’ মুকুল রায়কে সরানোর দাবি জানালেন শুভেন্দু অধিকারী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২৫ জানুয়ারি ভোটাধিকার দিবস। সেই উপলক্ষে রাজ্য বিধানসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। উপস্থিত ছিলেন বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার পিএসি চেয়ারম্যান পদ থেকে ‘পাগল’ মুকুল রায়কে সরানোর দাবি জানালেন তিনি। বলেছেন, ‘পিএসি একটি গুরত্বপূর্ণ পদ। সেখানে অবিলম্বে পাগল মুকুল রায়কে সরিয়ে অশোক লাহিড়ীকে বসানো হোক। পরিষদীয় সচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন মুকুল রায় মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই উল্টোপাল্টা বলছেন। সেই সূত্র ধরেই শুভেন্দু অধিকারী বলেন, ‘অবিলম্বে একজন পাগলকে পিএসি-র মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো দরকার।’ মূলত গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিতে জিতে বিধায়ক হন মুকুল রায়।
এবং পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়ে পিএসি চেয়ারম্যান হন। তার পর থেকেই মুকুল রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি। এদিন ২৩ জানুয়ারি ময়দানে রাজ্য সরকার আয়োজিত নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এমনকি বুধবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাঁর কাছে কোনও আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি বলে সূত্র মারফত জানা গিয়েছে। মঙ্গলবার ২৩ জানুয়ারির অনুষ্ঠান নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি অভিযোগ করেছেন ২৩ তারিখ তিনি শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে রাজ্য সরকারের কোনও প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন না।