খেলা-ধূলা
বিশেষ সেবা পুরস্কার পাচ্ছেন নিরজ চোপড়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোনার ছেলের মাথায় সোনার মুকুট, এই ভাবেই ব্যাখ্যা করা যায় নিরজ চোপড়াকে। বুধবার দেশে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। এই প্রজাতন্ত্র দিবসের দিন কেন্দ্রীয় সরকার বিভিন্ন পুরষ্কার প্রদান করে থাকে। জল্পনা ছিল নিরজ চোপড়াকে নিয়ে।
গত বছর টোকিও অলিম্পিক্সে বিশ্বরেকর্ড গড়ে জ্যাভমিনে সোনা জিতেছিলেন নিরজ চোপড়া। ২০২১ অলিম্পিক্সে একমাত্র তিনিই দেশের হয়ে স্বর্ণ পদক পেয়েছিলেন এবং দেশের মান উজ্জল করেছিলেন। এরপর দেশে ফেরার পর উচ্ছাসে ভেসে যায় সারা দেশবাসী। কেন্দ্রীয় সরকার তো বটেই, বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকেও সম্বর্ধনা দেওয়া হয় তাঁকে।
তারপর থেকেই জল্পনা বাড়তে শুরু করে প্রজাতন্ত্র দিবসের দিন কেন্দ্রীয় সরকার তাঁকে কোনও পুরস্কারে পুরস্কৃত করে কি না। সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, বিশিষ্ট সেবা পুরষ্কার পেতে চলেছেন নিরজ চোপড়া। নিরজ চোপড়া ছাড়াও আরও বিভিন্ন স্তরের খেলোয়াড় এবং আরও বিভিন্ন পুরস্কারের ঘোষণা করা হবে। প্রজান্তন্ত্র দিবস উদযাপনের জন্য সারা দেশে নিরাপত্তাও আঁটোসাটো করা হয়েছে।