খেলা-ধূলা
ডার্বি শুরুর আগে প্রয়াত সুভাষ ভৌমিককে শ্রদ্ধা জানাল দুই প্রধান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক সপ্তাহ হয়ে গেল তিনি নেই। কিন্তু তিনি যে ফুটবলের মাঠে অমরত্ব লাভ করেছেন, তা শনিবার আরও একবার মনে করিয়ে দিল কলকাতার দুই প্রধান। দুই প্রধানে সাফল্যের সঙ্গে খেলা ও কোচিং করানো প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিককে অভিনব উপায়ে শ্রদ্ধা জানাল এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল।
ফেব্রুয়ারির প্রথমেই সুভাষ ভৌমিকের স্মরণসভা করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে দুই প্রধান। শনিবার গোয়ায় এই মরশুমের ফিরতি ডার্বিতে ম্যাচ শুরুর আগে প্রয়াত প্রাক্তন কোচ ও ফুটবলারকে শ্রদ্ধা জানল দুই প্রধানের ফুটবলাররা। ম্যাচ শুরুর আগে দুই রিজার্ভ বেঞ্চের আসনে সুভাষ ভৌমিকের নাম লেখা দুই দলের ১২ নম্বর জার্সি সাজিয়ে রাখা হল।
এটিকে মোহনবাগানের ১২ নম্বর সবুজ মেরুন জার্সিতে লেখা ‘সুভাষ’। সেই জার্সি সিটে রাখলেন বাগান কোচ ফেরান্দো, সন্দেশ জিঙ্ঘান ও তিরি। আর একই ভাবে এসসি ইস্টবেঙ্গল ডাগ আউটের চেয়ারে ‘ভৌমিক’ লেখা লাল-হলুদ জার্সি সাজিয়ে রেখে শ্রদ্ধা জানালেন বলবন্ত সিং, অরিন্দম, রফিকরা। ফুটবল মাঠে এইভাবে কাউকে শ্রদ্ধা জানানোর ঘটনা খুবই বিরল।