আবার আসছে শীত, সাগরে নিম্নচাপের প্রভাব আবহাওয়া দপ্তর জানালেন
Connect with us

বাংলার খবর

আবার আসছে শীত, সাগরে নিম্নচাপের প্রভাব আবহাওয়া দপ্তর জানালেন

বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। কলকাতা ও কলকাতার আশেপাশের জেলাগুলোতে ১২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা হাওয়া চলবে চার থেকে পাঁচ দিন

sea
5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেস: বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। কলকাতা ও কলকাতার আশেপাশের জেলাগুলোতে ১২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা হাওয়া চলবে চার থেকে পাঁচ দিন। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি অব্দি নামার সম্ভাবনা রয়েছে।

সেয়া

সাথে পশ্চিমী ঝঞ্ঝারো কথা জানিয়েছেন হাওয়া দপ্তর। আকাশে দেখা যাবে মেঘ ও সাথে হালকা বৃষ্টিও হতে পারে। তবে গাঙ্গেয় উপত্যকার জেলা গুলোতে বৃষ্টি তেমন হবে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। উত্তরে কালিম্পং ও দার্জিলিং এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে,সিকিমে তুষারপাত হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমে ঝঞ্জা ঢুকবে বৃহস্পতিবারে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন Sana Saeed Actress : চিনতে পাড়ছেন ? ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই অঞ্জলিকে

Advertisement

 

কলকাতাতে সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও, পরবর্তীতে রোদ দেখা যেতে পারে। কারণে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 16 ডিগ্রি সেলসিয়াস অব্দি, তারপর সেটি আবার বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।

Advertisement