দেশের খবর
গরমে নাজেহাল অবস্থা, আগামী ২৪ ঘণ্টায় নামবে তুমুল বৃষ্টি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্যৈষ্ঠ মাসের গরমে নাজেহাল অবস্থা আমজনতার। ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে স্বস্তির খবর দিল মৌসম ভবন। আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেই সঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে ভিজবে দেরাদুন। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আগাম সতর্কতা হিসেবে মৌসম ভবনের তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বইবে ঝোড়ো হাওয়া এবং ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৩০/৪০ কিলোমিটার।
আরও পড়ুন: বেছে-বেছে মহিলাদের খুন করাই নেশা, যাবজ্জীবন কারাদণ্ড সিরিয়াল কিলারের
এদিকে চলতি মাসের শুরুতে চারধাম যাত্রা শুরু হয়েছে। মৌসম ভবনের তরফে বৃষ্টিপাত নিয়ে উত্তরাখণ্ডে কমলা সতর্কতা জারি করায় মাঝখানে কিছুদিন উত্তরাখণ্ড পুলিশের তরফে স্থগিত রাখা হয়েছিল চারধাম যাত্রা। তবে আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় ফের শুরু হয়েছে চারধাম যাত্রা।
আরও পড়ুন: প্রেমিকের সাহায্য নিয়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করালেন স্ত্রী!
মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৮ মে পর্যন্ত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।