চোখের জলে বিদায় দিল সবাই ১৪৫ বছরের ঐতিহ্যকে।
Connect with us

দেশের খবর

চোখের জলে বিদায় দিল সবাই ১৪৫ বছরের ঐতিহ্যকে।

ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফ লাইন। দেশের সংযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র হল রেল ব্যবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই জেলে চেপে এক দেশ থেকে অন্য দেশ অথবা ঘুরতে যেতে পারেন। খরচ কম লাগে

এক্সপ্রেস মীনাক্ষী ভ
5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেস: ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফ লাইন। দেশের সংযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র হল রেল ব্যবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই জেলে চেপে এক দেশ থেকে অন্য দেশ অথবা ঘুরতে যেতে পারেন। খরচ কম লাগে। কিন্তু আজ আপনারা যান রেলের সাথে জড়িত এমন এক ঘটনা যা আপনাকেও কাঁদতে বাধ্য করবে।

এক্সপ্রেস মীনাক্ষী

ভারতে প্রথম রেললাইন স্থাপন হয়েছিল ব্রিটিশ শাসনের সময়ে। আজকের মর্ডান রেললাইনে ছাপানো হয় স্বাধীনতার পর। রেললাইন নিয়ে জড়িয়ে রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা, ও অনেক ইতিহাস। দেড়শ বছর পুরনো এক যাত্রা পথে নাগরিকদের বহুদিনের পুরনো বন্ধু হল মিটারগেজ ট্রেন। আজ আমরা আলোচনা করছি মুহূর্ত থেকে ওমকারেশ্বর পর্যন্ত চলা ট্রেনের কথা। এই ট্রেনটি যাত্রীদের নিয়ে যেত মর্তক্কাতে যেখানে রয়েছে জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর। এই ট্রেনটি তৈরি হয়েছিল মিটারগেজ ট্র্যাক এর ওপর।

আরও পড়ুন শ্রাবন্তীর সঙ্গে কে এই ব্যক্তি! আবার বিবাহ বন্ধনে টলি অভিনেত্রী? কি বলছেন শ্রাবন্তী

Advertisement

১৪৫ বছর ধরে ট্রেনটি যাত্রীদের বন্ধু হয়ে ভ্রমণ করিয়েছে। মিটারগেজ ট্রেনের শেষ যাত্রা ছিল 31 শে জানুয়ারি অব্দি। সেই শেষ বারের মতো চলা ট্রেনের যাত্রীরা ট্রেন চালক ও ট্রেনের টিটিকে মালা দিয়ে সম্বোধন করেন। মিটারগেজ ট্রেনের শেষ যাত্রা অনেক ধুমধাম এর সাথে পালিত করা হয়েছে। মধ্যপ্রদেশের খারগনে ট্রেন টিকে শেষ বিদায় জানানো হয়েছে। ট্রেনের যাত্রীরা সবাই বিদায় দিতে দিতে চোখের জলও ফেলেছেন।

 

ট্রেনটির ইতিহাস স্মরণ করতে গিয়ে তারা দুঃখ প্রকাশ করেন। নর্মদা নদীর ওপর যে মিটারগেজের সেতু রয়েছে সেটি ভেঙে ব্রডগেজ এর জন্য নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সেই জন্য যাত্রীরা একটু মেনে নিয়েছে। এক্সপ্রেস মীনাক্ষীর মাধ্যমে যাত্রীরা অন্ধ্রপ্রদেশের কাচি গোদা থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত যাত্রা ও ভ্রমণ করতে পারতেন। তবে এই সবই অতীতে পরিণত হতে চলেছে।

Advertisement