Sana Saeed Actress : চিনতে পাড়ছেন ? ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই অঞ্জলিকে
Connect with us

বিনোদন

Sana Saeed Actress : চিনতে পাড়ছেন ? ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই অঞ্জলিকে

হরুখ-সালমান, ও কাজল- রাজনী অভিনীত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ বলিউডের একটি কালজয়ী ছবি। এই ছবিতে শাহরুখ-রানীর মেয়ে ছিল অঞ্জলির কথা মনে আছে?বাস্তবে তার নাম সানা সাঈদ

Saana Saeed
Rate this post

ডিজিটাল ডেস্ক  :  শাহরুখ-সালমান, ও কাজল- রাজনী অভিনীত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ বলিউডের একটি কালজয়ী ছবি। এই ছবিতে শাহরুখ-রানীর মেয়ে ছিল অঞ্জলির কথা মনে আছে?বাস্তবে তার নাম সানা সাঈদ (Sana Saeed)। অঞ্জলি চরিত্রটি করার সময় তার বয়স ছিল ১০ বছর।‘কুছ কুছ হোতা হ্যায়’ছবির মুক্তির পর সময় গড়িয়েছে অনেক। সেই অঞ্জলি এখন আর ছোট্ট নেই। হয়েছেন প্রাপ্ত বয়সী তরুণী।

আরও পড়ুন – শাশুড়ি কে হাতে করার কয়টি সহজ উপায়

আরও পড়ুন – মহিলাদের স্তন, গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি করছে পুলিশ চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Advertisement

এই সানা সাঈদ নতুন বছরের প্রথম দিনে প্রেমিকের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন। তার হবু বরের নাম কাসাবা ওয়াগনার।সানা সাঈদ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যায়, হাঁটু মুড়ে বসে সানাকে আংটি পরিয়ে দিচ্ছেন কাসাবা। এছাড়াও এ জুটির আরো ঘনিষ্ঠ কটি ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী।‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার পর ২০০০ সালে ‘হার দিল জো পেয়ার করেগা’ সিনেমায় অভিনয় করেন সানা।

আরও পড়ুন – হাইকোর্টের বড় রায়, নিজের স্ত্রীর অমতে যৌনতাও ধর্ষণ তুল্য

একই বছর ‘বাদল’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। তারপর দীর্ঘ বিরতি ভেঙে ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরেন সানা। তারপর সিনেমায় আর দেখা যায়নি তাকে।

Advertisement

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় অভিনীত ছোট অভিনেত্রী অঞ্জলির আসল নাম কি ?

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় অভিনীত ছোট অভিনেত্রী অঞ্জলির আসল নাম সানা সাঈদ (Sana Saeed)
Continue Reading
Advertisement