Uncategorized
বাজছে শীতের বিদায়ের ঘণ্টা! আর কতদিন থাকবে শীতের আমেজ?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শেষবেলাতেও শীতের আমেজ ভালোই অনুভূত হচ্ছে শহর কলকাতা সমেত গোটা রাজ্যে। স্লগ ওভারে দাপুটে ব্যাটিং করছে শীত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আরও দু-একদিন শীতের এই আমেজ থাকবে। তারপর থেকে আস্তে আস্তে বাড়বে তাপমাত্রা।
শীতের বিদায়কালে ১৩ ডিগ্রির ঘরে আছে পারদ। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুরে আবহাওয়া দফতরর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে থাকবে এবং তা ক্রমশ স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে। তবে তাপমাত্রার বৃদ্ধি ঘটলেও শীতের আমেজ কিন্তু থাকবে। গত সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পর রবিবার বেশ ভালোই শীত অনুভূত হয়।
সরস্বতী পুজোর দিন অর্থাৎ গত শনিবার থেকেই শীতে আরও একবার কেঁপে ওঠে শহর। এক লাফে প্রায় ৬ ডিগ্রি নামে পারদ। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। গত শনিবার দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় হয়েছে তুষারপাত। দার্জিলিঙের বহু এলাকা যেমন লাভা, রিশপ, ঘুম আর টাইগার হিলও ঢাকা পড়েছে বরফের চাদরে। বহু বছর পর কার্শিয়ঙের চিমনি দেওরালিতে হয়েছে তুষারপাত। হিমাচল থেকে শুরু করে জম্মু-কাশ্মীর, সব এখন বরফের চাদরে ঢাকা।