বাংলার খবর
পশ্চিমী ঝঞ্ঝার জন্য উধাও শীত, আজকেও রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পশ্চিমী ঝঞ্ঝার গুঁতোয় পৌষের শেষ বেলায় রাজ্য থেকে উধাও শীত। রাজ্যের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্জা বয়ে যাওয়ায় বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। সেই কারণেই কলকাতা সহ গোটা রাজ্যে ধাক্কা খেয়েছে শীত। বেড়েছে তাপমাত্রাও।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং বায়ুমণ্ডলের উপরের এবং নিচের অংশের তাপমাত্রায় ফারাক দেখা দেওয়ায় মঙ্গলবার বিকাল থেকেই রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে কলকাতাতেও। বুধবার সকাল থেকেই আকাশ ঢেকেছে ঘন কুয়াশা এবং মেঘে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ, অর্থাত বুধবারও রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ সহ সিকিমের কিছু জায়গায় শিলা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।