অসম বয়সী প্রেমে চুটিয়ে সংসার করছেন যেসব তারকারা
Connect with us

বিনোদন

অসম বয়সী প্রেমে চুটিয়ে সংসার করছেন যেসব তারকারা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে বিয়ের সানাই বাজতে চলেছে বি-টাউনে। চলতি সপ্তাহেই ছাদনাতলায় বসবেন রালিয়া জুটি। কিন্তু জানেন কি এই জুটির সফল প্রেমের রহস্য? একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। কিন্তু একটাতেই উত্তীর্ণ হতে পারেননি। সেই সময় অনেকেই বলেছিলেন আলিয়ার সঙ্গে তাঁর প্রেমও টিকবে না বেশীদিন।

এতকিছুর পর নিন্দুকদের মুখে ছাই দিয়ে আগামী ১৪ এপ্রিল বিয়ে হতে চলেছে Alia-Ranbir এর। যদিও শুধুমাত্র বিয়ের তারিখ ছাড়া এখনও পর্যন্ত অন্য কোনও তথ্য সেভাবে প্রকাশ করেনি এই জুটি। তবে এই জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। শুধু বিয়েই নয়, শুরু থেকেই আলিয়া রণবীরের সম্পর্ক নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে।

আলিয়া রণবীরের এই সম্পর্ক কতদিন টিকবে তা নিয়েও জোরচর্চা ছিল সোশ্যাল মিডিয়ায়। রণবীরের ঘণঘণ প্রেমে পড়া ছিল তার মূল কারণ। তবে রণবীর-আলিয়ার এক বিশাল বয়সের ফারাকও আলোচনার বিষয় ছিল সেই সময়। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। বিয়ের আগে তাদের বয়সের ফারাক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Advertisement

আরও পড়ুন: বি-টাউনে সানাই বাজার আগেই রণবীর-আলিয়ার উষ্ণতায় মাখা ছবি মাত করছে নেটপাড়া

অনেকে বলছেন, বিয়ের আগে বয়সের বিস্তর ফারাকই রণবীর-আলিয়ার সম্পর্ক এতটা মজবুত হয়েছে। তবে বয়স যে নিছক একটা সংখ্যা মাত্র তা বারেবারে প্রমাণ দিয়েছেন তারকারা। বলি তারকাদের বয়স যদিও খুব একটা বাড়ে না। নারী হোন কিংবা পুরুষ, যেকোনো বয়সের ব্যবধানে প্রেমের সম্পর্ক কিংবা বিয়েতে নজির গড়েছেন তারকারা।

বলিউডের হেমা মালিনী-ধর্মেন্দ্র জুটি হোক কিংবা প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনান্স, ঐশ্বর্য রায়-অভিষেক বচ্চন, করিনা কাপুর-সইফ আলিখান, মালাইকা-অর্জুন কাপুর। এদের প্রত্যেকেরই বয়সের অনেক পার্থক্য রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন রণবীর কাপুর আলিয়া ভাট। বয়সে বড় হলেই যে সম্পর্কে সমস্যা আসবে তেমনটা কিন্তু নয়। ইতিমধ্যেই বলিউডের অনেক দম্পতিই বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চুটিয়ে সংসার করছেন। আর সেই তালিকাটিও বেশ দীর্ঘ।

Advertisement

যেমন, গতবছর বিয়ে সেরে ফেললেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। ক্যাটরিনা ভিকির থেকে পাঁচ বছরের বড়। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিকের বয়সের ব্যবধানও দশ বছর। রণবীরের তুতো বোনও বিয়ে করেছেন সইফ আলিখানকে। সইফও করিনার থেকে ১১ বছরের বড়। এর আগেও সঞ্জত দত্ত বিয়ে করেছিলেন তাঁর থেকে ১৯ বছরের ছোটো মান্যতাকে। ধর্মেন্দ্র ও হেমামালিনীর বয়সের ফারাক ১৩ বছরের। শ্রীদেবী-বনি কাপুরের ফারাক আট বছরের।দিলীপ কুমার-সায়রা বানুর বয়সের ফারাক ২২ বছরের। ভালোবাসার যে কোনও বয়স হয় না তা বারবার প্রমাণ করে দিয়েছেন সেলেবরা।

আরও পড়ুন: সোনম-আনন্দের বাড়িতে চুরির অভিযোগ

শুধু সেলেবরা বললে ভুল হবে। বাস্তবেও এর উদাহরণ রয়েছে ভুরি-ভুরি। এদের দাম্পত্য প্রেমও বেশ সুখের। তাহলে কি অসম প্রেমই সুখী দাম্পত্যের চাবিকাঠি? এ নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। বলা ভালো সম্পর্ক বয়স মানে না। বোঝাবুঝি এবং একে অপরের উপর বিশ্বাস সম্পর্ক টিকে যাওয়ার মূল চাবিকাঠি।

Advertisement