বিনোদন
সোনম-আনন্দের বাড়িতে চুরির অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সুখবর আসার আগেই বড় বিপর্যয়ের মুখে সোনম কাপুর ও তাঁর পরিবার। খোয়া গেল কয়েক কোটি টাকা সহ মূল্যবান গয়না। সব মিলিয়ে প্রায় আড়াই কোটি টাকার জিনিস চুরি হয়েছে বলে জানিয়েছেন সোনমের পরিবার। হাইপ্রোফাইল এই চুরির ঘটনায় ইতিমধ্যে Delhi থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সোনম কাপুরের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির এই বিষয়টি প্রথমে সোনমের শাশুড়ির নজরে আসে। তারপরই তিনি তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেন। তবে চুরির ঘটনাটি ঘটেছে প্রায় দু’মাস আগে। সম্প্রতি বাড়ির আলমারি গোছাতে গিয়ে বিষয়টি নজরের আসে সোনম কাপুরের পরিবারের সদস্যদের। শুধু তাই নয়, হাইপ্রোফাইল মামলা হওয়ায় ইতিমধ্যে দ্রুত গতিতে চলছে তদন্ত প্রক্রিয়া।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে সঞ্চালককে চর, বড় শাস্তির মুখে স্মিথ
জানা গিয়েছে, দিল্লির বাড়িতে সোনম কাপুরের শ্বশুর শাশুড়ি ছাড়াও থাকেন আনন্দ আহুজার ঠাকুমা সরলা আহুজা। বিষয়টি তাঁর নজরেই প্রথমে আসে। গত ১১ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটলেও পুলিশে অভিযোগ দায়ের করা হয় ২৩ ফেব্রুয়ারি। আনন্দ আহুজার ঠাকুমা সরলা আহুজা জানান, তিনি গত ২ বছর ধরে আলমারি খোলেননি। গত ১১ ফেব্রুয়ারি আলমারি খুলতেই চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি।
আরও পড়ুন: আলিয়া-রণবীরের বিয়ে, খুব শীঘ্রই প্রকাশিত হবে WeddinGlimpses
এদিকে চুরির এই ঘটনায় ইতিমধ্যে সোনম কাপুরের দিল্লির বাড়িতে থাকা কর্মচারী,গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। CCTV ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এটি যেহেতু হাইপ্রোফাইল মামলা তাই এখনই প্রকাশ্যে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।