বি-টাউনে সানাই বাজার আগেই রণবীর-আলিয়ার উষ্ণতায় মাখা ছবি মাত করছে নেটপাড়া
Connect with us

বিনোদন

বি-টাউনে সানাই বাজার আগেই রণবীর-আলিয়ার উষ্ণতায় মাখা ছবি মাত করছে নেটপাড়া

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাতে গোনা মাত্র আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই কাপুর ঘরনি হবেন আলিয়া। ভিকি-ক্যাটের পর বহু প্রতীক্ষিত এই হাইপ্রোফাইল বিয়ে দেখার অপেক্ষায় তাঁদের ভক্ত-অনুরাগীরা। বলিউডের অন্দরে সাজসাজ রব।

আর এরই মধ্যে আলিয়া-রণবীরের বিয়ের জৌলুস আরও বাড়িয়ে দিলেন পরিচালক Ayan Mukerji। রবিবার তিনি নিজের ইন্সটাগ্রামে Alia Bhatt ও Ranbir Kapoor-এর একটি অন্তরঙ্গ মুহুর্তের ছবি পোস্ট করেছেন। আর যা দেখে তাঁদের বিয়ের উষ্ণতা আরও চড়ছে নেটপাড়ায়। তবে পরিচালকের শেয়ার করা ওই ছবিটি আসলে রণবীর-আলিয়ার আসন্ন ছবি ‘Brahmastra’ এর একটি পোস্টারের। যেখানে দুজনকেই দেখা গিয়েছে ঘনিষ্ঠ অবস্থায়।

আরও পড়ুন: সোনম-আনন্দের বাড়িতে চুরির অভিযোগ

Advertisement

এদিন ছবিটি Instagram-এ শেয়ার করে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক ওই পোস্টারের ক্যাপশনে লিখেছেন, ”প্রেম হল আলো!’ প্রথম অংশ: ব্রহ্মস্ত্রের এই প্রথম অধ্যায়কে এখন বলা হয় শিব। কিন্তু দীর্ঘতম সময়ের জন্য, এটি প্রথম অংশ ছিল: প্রেম। কারণ এর মূলে, ব্রহ্মস্ত্র প্রেমের শক্তি সম্পর্কে। একটি প্রেম – যা আগুনের মতো ছড়িয়ে পড়ে, সিনেমার বাইরে এবং জীবনে। তাই এখানে, আমাদের প্রেমের পোস্টার! সময়টা ঠিক মনে হয় আজকাল বাতাসে কিছু বাড়তি ভালোবাসা আছে! 🙂 (এবং এর সাথে, কেশরিয়া, প্রীতম (দাদা), অমিতাভ ভট্টাচার্য, অরিজিৎ) শিব এবং ঈশার জাদুর একটি ছোট্ট টুকরো। রণবীর ও আলিয়া। প্রেম – মহান।”

আরও পড়ুন: ঋষি-নীতুর দেখানো পথেই পাঞ্জাবী সাজে বিয়ে করতে চলেছেন রণবীর আলিয়া

ছবিগুলি শেয়ার করার সময়, আয়ান তার পোস্টের ক্যাপশন দিয়েছেন, “অবশেষে এটি একটি মোড়ানো! পাঁচ বছর পর আমরা আমাদের প্রথম শটটি ব্রহ্মস্ত্রে নিয়েছিলাম, এবং আমরা শেষ পর্যন্ত আমাদের শেষটি চিত্রায়িত করেছি! একেবারে অবিশ্বাস্য, চ্যালেঞ্জিং, জীবনে একবার যাত্রা!!! ভাগ্যের কিছু হাত যে আমরা বারাণসীতে ‘প্রথম পর্ব: শিব’-এর শুটিং শেষ করেছি – একটি শহর শিব ভগবানের চেতনায় অনুপ্রাণিত, এবং তাও সবচেয়ে পবিত্র কাশী বিশ্বনাথ মন্দিরে, আমাদের শেষ করতে দেয় পবিত্রতা, আনন্দ এবং আশীর্বাদের পরিবেশ সামনের রোমাঞ্চকর দিন, সামনে শেষ ল্যাপ! 09.09.2022 -আমরা আসছি।” আসলে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে (০৯.০৯.২০২২)।

Advertisement