নূপুর শর্মা বিতর্কে উত্তপ্ত বঙ্গ-রাজনীতি, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল
Connect with us

বাংলার খবর

নূপুর শর্মা বিতর্কে উত্তপ্ত বঙ্গ-রাজনীতি, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় গোটা দেশ। সেই রেশ এসে পড়েছে বাংলাতেও। দফায়-দফায় পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। রাজ্যের এমন পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

এরকম টালমাটাল পরিস্থিতির মধ্যে শুক্রবার দুপুরে পার্কসার্কাসে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বাংলাদেশ হাই ডেপুটি কমিশনে কর্মরত এক পুলিশ কর্মী। রাজ্যের এমন অরাজকতার পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

এদিন টুইট বার্তায় তিনি শুক্রবার রাত ১০টার মধ্যে মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও বার্তা দিয়েছেন। এ দিন রাজভবনের তরফে টুইট করে রাজ্যপালের উদ্বেগের কথা জানান হয়। টুইটে  তিনি বলেন, “শান্তির আশা রাখছি। আজ রাত ১০টার মধ্যে মুখ্যসচিবকে তলব করা হয়েছে এবং গতকাল থেকে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে।” একই সঙ্গে, আইন ভাঙলে মুখ্যমন্ত্রীকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: মোদির পদত্যাগ চেয়ে BJP নেতাদের তিহার জেলে পাঠানোর দাবি মুখ্যমন্ত্রীর

Advertisement

আরও পড়ুন: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুর শর্মার গ্রেফতারির দাবি জানিয়ে টুইট মমতার

বৃহস্পতিবার সকালে প্রথমে অঙ্কুরহাটিতে অবরোধ করা হয়। এরপর তা বাড়তে থাকে। সন্ধের মধ্যে ১০৬ নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায়। এই অবরোধের জেরে নাকাল হয়ে যান অফিস ফেরত যাত্রীরা। বিক্ষোভকারীদের অবরোধ তোলার অনুরোধ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। হাত জোড় করে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “এই যে কিছু রাস্তা অবরোধ হয়েছে। সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.