বাংলার খবর
মোদির পদত্যাগ চেয়ে BJP নেতাদের তিহার জেলে পাঠানোর দাবি মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নবীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুর থানার ১১৬ নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটির কাছে রাস্তায় নবীর উদ্দেশ্যে করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়।
ডোমজুড় থানার অঙ্কুরহাটির সামনে রাষ্ট্রীয় রাজমার্গ সংস্থার নেতৃত্বে এই বিক্ষোভ চলে রাস্তায় পুলিশের গার্ড রেল দিয়ে ও কাঠের বাক্স ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা। রাস্তায় টাওয়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। নবীর বিরুদ্ধে এই বক্তব্য রাখার জন্য বিজেপি প্রবক্তা নূপুর শর্মার অবিলম্বে গ্রেফতার দাবি করেন তারা।
জানা গিয়েছে, বিক্ষোভের ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর করে বিক্ষোভকারীরা। অফিস টাইমে জাতীয় সড়ক অবরোধের কারণে গাড়ির লম্বা লাইন দেখা যায় রাস্তার দুই দিকের লেনে। বহু অফিস যাত্রী আটকে পড়ে এই বিক্ষোভে। তাদের ভোগান্তির মুখে পড়তে হয়।
আরও পড়ুন: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুর শর্মার গ্রেফতারির দাবিতে পড়ল পোস্টার
এদিকে নুপুর শর্মার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিজেপির কিছু নেতা যে মন্তব্য করেছে তার জন্য সেই নেতাদের গ্রেফতার করা উচিত। বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছে BJP। প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে রাস্তায় নামুন। সারা বিশ্বে এটা নিয়ে তোলপাড় চলছে। প্রচার পাওয়ার জন্য নিজেদের স্বার্থে রাজনীতি করছে। বিজেপি নেতাদের তিহার জেলে থাকা উচিত। উস্কানিমূলক মন্তব্য বিজেপির কিছু নেতাদের। বাংলাদেশের ঘটনা এ-রাজ্যের বলে প্রচার। জঘন্য অপরাধ, ওঁদের গ্রেফতার করা উচিত। বাংলায় সংহতি রয়েছে।”
তিনি আরও বলেন,”অবরোধের রাজনীতি থেকে দূরে থাকুন। সাধারণ মানুষের স্বার্থে অবরোধের রাজনীতি করবেন না। দিল্লির ঘটনায় বাংলায় প্রতিবাদ কেন? বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। কোনও ধর্ম সম্পর্কে ক্টূ কথা বলা উচিত নয়। জাতীয় সড়ক অবরোধ করে ভোগান্তির সৃষ্টি করা হয়েছে। সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে সংখ্যাগুরুদের প্রতিবাদ করতে দিন।”
আরও পড়ুন: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুর শর্মার গ্রেফতারির দাবি জানিয়ে টুইট মমতার
উল্লেখ্য, জাতীয় টিভি চ্যানেলে একটি বিতর্ক সভাতে অংশ নিয়ে বিজেপির জাতীয় প্রবক্তা নূপুর শর্মা ইসলামের নবী মোহাম্মদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। তার পর থেকে দেশজুড়ে ও বিশ্বের ৫১ টি ইসলামিক দেশ এর প্রতিবাদ জানায়। এর জেরে বিজেপির ওই প্রবক্তাকে দল তার পদ থেকে নিলম্বিত করে দেয়