বাংলার খবর
নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুর শর্মার গ্রেফতারির দাবি জানিয়ে টুইট মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মাকে নিয়ে তোলপাড় গোটাদেশ। বিজেপির বরখাস্ত হওয়া জাতীয় মুখপাত্রের মন্তব্যের রেশ গিয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। এবার এই ইস্যুতে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় নুপুর শর্মার মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন,”সম্প্রতি কিছু BJP নেতার নৃশংস এবং ঘৃণ্য মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। এরফলে শুধু হিংসা ছড়াচ্ছে এমনটাই নয়, দেশের শান্তি এবং একতার ক্ষেত্রে প্রভাব ফেলছে।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, “আমি চাই অবিলম্বে ওই নেতাদের গ্রেফতার করা হোক যাতে দেশে একতার উপর কোনও আঘাত না নেমে আসে”।
আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। (১/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022
তিনি একটি টুইটে লেখেন, ” বৃহত্তর স্বার্থে আমি সমস্ত ধর্ম, বর্ণের ভাই, বোনদের অনুরোধ করছি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে মোদি সরকারকে উপদেশ দিয়েছে তালিবানও। একাধিক দেশের রোষে পড়েছে মোদি সরকার। অন্যদিকে, নূপুরকে দল থেকে সাসপেন্ড করার পরে নীচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল।
আরও পড়ুন: ‘কায়দা করেই ফায়দা তুলেছে পরিচিতরাই’, ভবানীপুরকাণ্ডে মুখ্যমন্ত্রী
এদিকে নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের রেশ গিয়ে পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক ই-ইনসাফ দলের নেতা ইমরান খান বলেন, ”প্রফেটকে নিয়ে বিদ্বেষ মূলক মন্তব্য করায় পাকিস্তান সহ সারা বিশ্বের উচিত ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং ভারতের জিনিস বয়কট করা”। বুধবার ইসলাবাদে আইনজীবীদের একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নবী বিতর্কে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ছেদের উপর জোর দেন তিনি।
আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। (২/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022
তিনি বলেন, ”ভারতে বসবাসকারী মুসলমানদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উস্কানি ও ঘৃণার রাজনীতি করছে মোদী সরকার।” অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনকে ভারতের বিরুদ্ধে জোরালো পদক্ষেপের আহ্বান জানান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। (৩/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022
বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের কড়া সমালোচনা করেছেন।