বাংলার খবর
মালদা মেডিক্যাল কলেজের পাশ থেকে মিলল সদ্যোজাতের দেহ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মালদা মেডিক্যাল কলেজ সংলগ্ন রাস্তায় মিলল সদ্যোজাত শিশু কন্যার দেহ। এই নিয়ে তিন বার। গত দু মাসের মধ্যে একই এলাকায় একই রকম ভাবে সদ্যোজাত শিশুর দেহ মিলল।
শুধু তাই নয়, এর আগেও নিয়মিত ভাবে বার-বার এই একই জায়গায় সদ্যোজাত শিশু ফেলে যাওয়ার অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে দেখা গিয়েছে এই সব সদ্যোজাত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের নয়। আশেপাশে গজিয়ে ওঠা বেশ কিছু নার্সিংহোমের। যেখানে অবৈধ ক্রিয়াকলাপ চলে বলে অভিযোগ।
জানা গিয়েছে, শিশুর জন্ম দিয়ে ফেলে রেখে যায় মালদা মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায়। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিকে রবিবার ফের একই জায়গা থেকে সদ্যোজাত শিশুকন্যা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আজ ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা দাবি তোলেন, ওই সব নার্সিংহোমের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার।
আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ
অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমা মারার অভিযোগ। তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। অভিযোগ, হুগলির চুঁচড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর পুরোনো কাপাসডাঙার বাড়ির পাঁচিলের পাশে ওই বোমাগুলি ফাটানো হয়।
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পথে বাধা, বিচারকেই ইট নিয়ে তাড়া
জানা গিয়েছে, শনিবার রাত দশটা নাগাদ প্রচন্ড শব্দে বোম ফাটার শব্দ পান কাউন্সিলর নির্মল চক্রবর্তীর ভাই, সঙ্গে আগুনের ফুলকিও দেখতে পান। যদিও বাড়ি থেকে বেরিয়ে কাউকে দেখতে পাননি তিনি। এদিকে ঘটনার পরই আতঙ্কিত হয়ে কাউন্সিলরকে ফোন করেন তাঁর ভাই। সে সময় তৃণমূল কাউন্সিলর দলীয় অফিসে ছিলেন।