দেশের খবর
প্রশিক্ষণ ছাড়াই যাত্রীদের নিয়ে অবতরণ, Vistara-কে ১০ লাখ টাকা জরিমানা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রশিক্ষণ ছাড়াই ফার্স্ট অফিসারদের দিয়ে টেক অফ। ল্যান্ডিং ক্লিয়ারেন্স দেওয়ার জন্য ভিস্তারাকে ১০ লাখ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন(DGCA)।
জানা গিয়েছে, ফার্স্ট অফিসারদের জন্য প্রশিক্ষণ পরিচালিত হওয়ার কথা। যাতে তাঁরা বিমানে যাত্রীদের সঙ্গে বিমানে উঠার আগে তাঁদের সিমুলেটরে একটি বিমান অবতরণ করতে সহায়তা করতে পারেন। একইভাবে, একজন ক্যাপ্টেনকেও একজন ফার্স্ট অফিসারকে অবতরণ করতে বলার আগে একটি সিমুলেটরে প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন: মোদির সৈনিক হিসেবে কাজ করতে চাই, বৃহস্পতিবারই BJP-তে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল
সূত্রের খবর, ভিস্তারার একটি বিমান ক্যাপ্টেন ছাড়াই একজন ফার্স্ট অফিসারকে দিয়ে অবতরণ করানো হয় এবং প্রশিক্ষিত প্রথম অফিসার সিমুলেটরে প্রশিক্ষিত ছিলেন না। যেহেতু এটি একটি গুরুতর অপরাধ যা বোর্ডে থাকা যাত্রীদের জীবনকে বিপন্ন করতে পারত।
আরও পড়ুন: Covid 19 India: মুম্বইতে বাড়ছে পজিটিভিটি রেট, সংক্রমণ মোকাবিলায় তৎপর প্রশাসন
তাই এই ত্রুটির জন্য ভিস্তারা এয়ারলাইনের উপর ১০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। শুধু তাই নয়, ইন্দোরে বিমানটি অবতরণের সময় বিষয়টি ধরা পড়ে বলে জানা গিয়েছে।