Covid 19 India: মুম্বইতে বাড়ছে পজিটিভিটি রেট, সংক্রমণ মোকাবিলায় তৎপর প্রশাসন
Connect with us

দেশের খবর

Covid 19 India: মুম্বইতে বাড়ছে পজিটিভিটি রেট, সংক্রমণ মোকাবিলায় তৎপর প্রশাসন

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুতেই মিলছে না স্বস্তি। দু’বছর পরও দেশের করোনাগ্রাফ ফেলে দিচ্ছে কপালে চিন্তার ভাঁজ। বাণিজ্যনগরী মুম্বইতে হু-হু করে বাড়ছে করোনা পজিটিভিটি রেট। মুম্বইতে লাগামছাড়া ভাবে বাড়ছে কোভিড সংক্রমণের রেশ।

এই বিষয়ে বৃহৎমুম্বই পুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাণিজ্যনগরী মুম্বইতে ইতিমধ্যে কোভিড পজিটিভিটি রেট ছাড়িয়েছে ৬ শতাংশ। সংক্রমণ মোকাবিলায় শুরু হয়েছে গণহারে স্যাম্পেল টেস্ট এবং রক্তের নমুণা পরীক্ষার কাজ। এছাড়াও ল্যাবগুলিতে করোনা পরীক্ষার জন্য পর্যাপ্ত কর্মী রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও জানানো হয়েছে, সামনেই বর্ষার মরশুম আসছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গত এক মাসে সেখানে আচমকাই করোনা রোগীদের হাসপাতালের ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। কেন এই বৃদ্ধি, কারা ভর্তি হচ্ছেন, তার হিসেব কষার পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে দেশের বাণিজ্য নগরীতে নতুন করে বিধিনিষেধ চালু করার কথাও ভাবতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার।

Advertisement

আরও পড়ুন: তলোয়াড় দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন, বিতর্কে সমাজবাদী পার্টির নেতা

এদিকে গত এক মাসে মুম্বইয়ের হাসপাতালগুলির জরুরি বিভাগে করোনা রোগী ভর্তি হওয়ার হার হঠাৎ করে বাড়তে শুরু করেছে। শুধু সোমবারই হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এঁদের মধ্যে তিনজনকে অতিরিক্ত অক্সিজেনও দিতে হয়েছে।

আরও পড়ুন: National Herald case: সনিয়া-রাহুলকে তলবের চিঠি পাঠাল ইডি

Advertisement

এপ্রিল এবং মে মাসের তুলনামূলক হিসেব করলে এই বৃদ্ধি প্রায় ২৩১ শতাংশ। পরিসংখ্যান বলছে, এপ্রিলে ৬৫ জন করেনাা রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মে মাসে সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫ জন। তবে বিএমসি জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের প্রতি ১০ জনের মধ্যে আটজনই ষাটোর্ধ্ব। এবং তাঁদের প্রত্যেকের অন্তত দু’টি কোমরবিডিটিও রয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.