দেশের খবর
মোদির সৈনিক হিসেবে কাজ করতে চাই, বৃহস্পতিবারই BJP-তে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অনেক দিন আগেই। দলে তাঁকে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তরুণ পাতিদার নেতা হার্দিক প্যাটেল।
নিজের দল কংগ্রেসের তুলোধনা করে বিজেপির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। গত সপ্তাহেই টুইট করে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সব জল্পনার অবসান ঘটিয়ে মোদির নেতৃত্বে বিজেপিতেই আস্থা রাখলেন হার্দিক। প্যাটেল। বৃহস্পতিবার পদ্মে (BJP) যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল।
এদিন সকালে এক টুইট বার্তায় হার্দিক বলেন, ”সমাজ, জাতীয় এবং ধর্মীয় স্বার্থের কথা ভেবে আজ থেকে আমি আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ থেকে আমি দলের ছোটো সৈনিক হিসেবে কাজ শুরু করব।”
Gujarat | Today I'm starting a new chapter. I will work as a small soldier. We will do an event every 10 days in which the people including MLAs who are unhappy with Congress will be asked to join (BJP)…PM Modi is the pride of the entire world: Hardik Patel in Ahmedabad pic.twitter.com/WXtsWgASDd
— ANI (@ANI) June 2, 2022
আরও পড়ুন: Covid 19 India: মুম্বইতে বাড়ছে পজিটিভিটি রেট, সংক্রমণ মোকাবিলায় তৎপর প্রশাসন
কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল, যিনি তিন বছর ধরে তার দল দ্বারা উপেক্ষিত হওয়ার অভিযোগ করছেন, সেই তাঁর মুখেই গুজরাত নির্বাচনের কয়েক মাস আগে বিজেপির প্রশংসা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। বৃহস্পতিবার সেই হার্দিকই যোগ দিতে চলেছেন বিজেপি-তে।
আরও পড়ুন: তলোয়াড় দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন, বিতর্কে সমাজবাদী পার্টির নেতা
Gujarat | Hardik Patel performs 'pooja' at his residence in Ahmedabad.
He will be joining Bharatiya Janata Party today. pic.twitter.com/AqMboWjs7e
— ANI (@ANI) June 2, 2022
উল্লেখ্য, গুজরাটের এই কংগ্রেস নেতা ২০১৯ সালে কংগ্রেসে যোগদান করেন। সে গত মাসেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে লিখিত চিঠির মাধ্যমে কংগ্রেস দল ত্যাগ করার কথা জানান। চিঠিতে, তিনি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেছিলেন, “শীর্ষ নেতারা” তাদের মোবাইল ফোনের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন এবং গুজরাট কংগ্রেস নেতারা তাঁদের জন্য চিকেন স্যান্ডউইচের ব্যবস্থা করতে বেশি আগ্রহী ছিলেন। হার্দিক প্যাটেল প্রথমে অস্বীকার করছিলেন যে, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। কংগ্রেস ছাড়ার পরপরই, তিনি জল্পনা বন্ধ করে দেন যে তিনি “এখনও বিজেপিতে নন” এবং বিজেপি বা আম আদমি পার্টি (এএপি) তে যোগদানের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।