বাংলার খবর
ঝড়বৃষ্টির মধ্যে বোয়িং-এ বিপত্তি, রবীন্দ্রসরোবরে জলে ডুবে মৃত ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার বিকেলে আচমকা কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর। তার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতা রবীদ্র সরোবরে। ঝড়বৃষ্টির মধ্যে সরোবরে বোয়িং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ২ জনের।
জানা গিয়েছে, শনিবার বিকেলে যখন ঝড়বৃষ্টি শুরু হয়েছিল সেই সময় মোট ৪ জন রবীন্দ্র সরোবরে বোয়িং প্রশিক্ষণ নিচ্ছেলেন। তাঁদের কাছে ছিল না কোনও লাইফ জ্যাকেট। যারফলে বোয়িং চলাকালীন ঝড়ের দাপটে বোটটি উলটে যায় আর তাতেই ঘটে বিপত্তি। বোয়িং বোটে থাকা ৪ জনের মধ্যে ২ জন কোনও রকমে সাঁতরে পারে উঠে আসলেও বাকিরা তলিয়ে যায় বলে খবর।
এরপর ওই দুই ছাত্র পারে এসে বাকি ২ জনের তলিয়ে যাওয়ার কথা জানায়। এদিকে রবীন্দ্র সরোবরে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: পরেশকে চার ঘণ্টা জেরা, শান্তিপ্রসাদ-সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর
তলিয়ে যাওয়া ছাত্রদের খোঁজ পেতে সরোবরে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তিন ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর অবশেষে রবীন্দ্র সরোবর থেকেই উদ্ধার হয় ওই দুই ছাত্রের দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এদিকে শনিবারের আচমকা কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি হয়। তুমুল বৃষ্টিতে ভেজে কলকাতাও। ঝড়বৃষ্টির দাপটে বর্ধমানে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। ঘটনায় আহত হয়েছেন ২ জন। অন্যদিকে, আচমকা ঝড়ের তাণ্ডবে শনিবার সন্ধ্যের দিকে কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা।
আরও পড়ুন: তুমুল বৃষ্টিতে ব্যাহত মেট্রো পরিষেবা, বন্ধ বিমান চলাচল
জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাংশ। এছাড়াও তারকেশ্বর লাইনে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে পড়ায় সাময়িক ভাবে ব্যাহত হয় শিয়ালদহ-তারকেশ্বর শাখার ট্রেন চলাচল। যদিও পরের দিকে ধীরে-ধীরে সব লাইনেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।