বাংলার খবর
সকাল থেকেই আকাশের মুখভার, কিছুক্ষণের মধ্যেই নামবে প্রবল বৃষ্টি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার বিকেল থেকেই কয়েক মিনিটের ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে শহর কলকাতা। পাশাপাশি তুমুল বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিও।
শনিবারের পর রবিবারও সকাল থেকেই কলকাতা সহ শহরতলির আকাশের মুখভার। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।
আরও পড়ুন: ২৭ মে থেকে ৭২ ঘণ্টা ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ, বাতিল বহু লোকাল, এক্সপ্রেস
রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ একাধিক জেলায়। এছাড়াও আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আরও পড়ুন: বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, বইবে দমকা হাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। রবিবার শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।